যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: আমফান আবহে ফের মুখ্যমন্ত্রীকে খোঁচা দিয়ে টুইট রাজ্যপালের জগদীপ ধনকড়। কটাক্ষের সুরে তিনি লেখেন, ‘রাজ্যের মঙ্গলের জন্য আশার আলো দেখা যাচ্ছে। তবে মনে রাখতে হবে আমাদের সংবিধানে দ্বন্দ্বমূলক অবস্থানের কোনও জায়গা নেই। পারস্পরিক সহযোগিতাই কাম্য। কারণ এই সহযোগিতার অভাবেই এর আগে রাজ্যে পিএম কিষান যোজনা কার্যকর করা হয়নি। যার জেরে রাজ্যের ৭০ লক্ষ কৃষকের প্রায় সাত হাজার কোটি টাকা লোকসান হয়েছে। আয়ুষ্মান ভারত যোজনাকে এড়িয়ে যাওয়া হয়েছে , যার জেরে রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো বিধ্বস্ত।’
শুক্রবার মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের সঙ্গে আকাশপথে সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখেন প্রধানমন্ত্রী। পরে তাঁদের সঙ্গে বসিরহাটে পর্যালোচনা বৈঠক করেন। সেখানেই রাজ্যের জন্য এক হাজার কোটি টাকা সাহায্যের ঘোষণা করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি আম্ফানে মৃতদের পরিবারকে ২ লক্ষ ও আহতদের ৫০ হাজার টাকা করে দেওয়ার কথা বলেন।
আরও পড়ুন: আমফানে বিধ্বস্ত বাংলা, স্পেনে উদ্বিগ্ন কিবুর প্রার্থনা কলকাতার জন্য
উল্লেখ্য, দিনকয়েক আগেও একই প্রসঙ্গে টেনে রাজ্যপাল একটি টুইট করেছিলেন। লিখেছিলেন, ‘মুখ্যমন্ত্রীর কাছে আমার আবেদন, রাজ্যে পিএম কিষান যোজনা কার্যকর করা হোক। যাতে রাজ্যের কৃষকরা কিষান ক্রেডিট কার্ডের মাধ্যমে আর্থিক সহায়তা পেতে পারেন। এই যোজনা কার্যকর না করার জন্য ইতিমধ্যেই রাজ্যের ৭০ লক্ষ কৃষকের প্রায় সাত হাজার কোটি টাকা লোকসান হয়েছে। যদিও দেশের অন্যত্র কৃষকরা এর সুফল ভোগ করছেন।’