বিবাহ-বহির্ভূত সম্পর্কের জের… স্ত্রী’র পিছনে ধাওয়া করে কুপিয়ে খুন

শ্যাম বিশ্বাস, উওর ২৪ পরগনা: বিবাহ বহিভূর্ত সম্পর্কের জেরে স্ত্রীর পিছনে ধাওয়া করে কুপিয়ে খুন। বসিরহাট মহকুমার হাসনাবাদ থানার রামেশ্বর পুর গ্রাম পঞ্চায়েতের সরকার পাড়ার ঘটনা। স্বামী সাধন মন্ডল, পেশায় সবজি ব্যবসায়ী তার স্ত্রী দিপালী সরকার সঙ্গে গত আট মাস ধরে এলাকায় এক যুবকের সঙ্গে বিবাহ-বহির্ভূত সম্পর্ক তৈরি হয় বলে অভিযোগ।
এই নিয়ে স্ত্রী স্বামীকে ছেড়ে একই গ্রামের অন্যপ্রান্তে ঘর ভাড়া করে থাকত। গতকাল রবিবার সন্ধ্যে ৬:৩০ মিনিট নাগাদ স্ত্রী রাস্তায় বেরোলে তার পিছনে ধাওয়া করে সাধন। স্ত্রী তাকে দেখেই ছুটতে থাকে। এই অবস্থায় দিপালীকে ধরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে স্বামী সাধন। ঘটনাস্থলে মৃত্যু হয় দিপালীর।
আরও পড়ুন:“রাজ্যে আইন-শৃঙ্খলার অবনতি হয়েছে”, স্বরাষ্ট্রসচিব এবং ডিজি-কে তলব রাজভবনে
এই ঘটনায় এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে। ঘটনাস্থলে হাসনাবাদ থানার পুলিশ গিয়ে অভিযুক্ত স্বামী সাধন মন্ডলকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। খুনে ব্যবহৃত ধারালো অস্ত্রটি উদ্ধার হয়েছে এর পিছনে অন্য কোনও কারণ আছে কিনা খতিয়ে দেখছে পুলিশ। গৃহবধূর মৃতদেহ ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।