fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

অন্ডালে রাস্তায় ফাটল, চাঞ্চল্য

দুর্গাপুর: অণ্ডাল থানার ২ নম্বর জাতীয় সড়ক থেকে বহুলা গ্রাম যাওয়ার প্রাধান রাস্তায় বুধবার বিকেলে হঠাৎই ধস নামে। প্রায় ১০০ মিটার রাস্তায় ফাটল হওয়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বন্ধ হয়ে যায় রাস্তা দিয়ে যাতায়াত। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিস। পৌঁছায় ইসিএল কর্তৃপক্ষ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অণ্ডালের টপলাইন মোড় থেকে রাস্তাটি বহুলা গ্রাম পর্যন্ত গিয়েছে। ওই রাস্তার পাশে হরিশপুর সহ একাধিক গ্রাম রয়েছে।  ওই রাস্তাটি ২ নম্বর জাতীয় সড়কে মিশেছে। এদিন বিকেলে হঠাৎই রাস্তায় ধস নামে। পথচারীরা কোনও রকমে রক্ষা পায়। ক্ষুব্ধ হয়ে এলাকাবাসী রাস্তা মেরামতি ও পুনর্বাসনের দাবিতে বিক্ষোভ দেখায়। ঘটনাস্থলে পুলিস ও ইসিএল কর্তৃপক্ষ আসে। রাস্তাটিতে যাতায়াত বন্ধ করে দেয়। ইসিএল কর্তৃপক্ষ’কে ক্ষুব্ধ এলাকাবাসীর ক্ষোভের মুখে পড়তে হয়। যদিও এদিন আর মেরামতির কাজ শুরু করতে পারেনি ইসিএল কর্তৃপক্ষ।

Related Articles

Back to top button
Close