fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

আরামবাগে তৃণমূল ছে‌ড়ে ৫০ জনের বিজেপিতে যোগদান    

গোপাল রায়, আরামবাগ: আরামবাগে  বিজেপিতে যোগদান অব্যাহত। ফের তৃণমূল থেকে আবার বিজেপিতে যোগদান। তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে, খানাকুল দু’নম্বর গ্রাম পঞ্চায়েতের নতীপপুর এলাকা থেকে ৫০ জন  তৃণমূল কর্মী সমর্থকেরা বিজেপিতে যোগদান করলেন। তৃণমূ‌লের আগতদের হাতে দলীয় পতাকা তুলে দেন আরামবাগ জেলার সাংগঠনিক সভাপতি বিমান ঘোষ।  তৃণমূল  কর্মী শেখ ফিরোজ জানিয়েছেন, আমরা দীর্ঘ বছর  ধরে দল করে আসছি। দলে থেকে কোনও সম্মান পাচ্ছিলাম না। নেতাদের তোলাবাজি, দুর্নীতি ও খারাপ ব্যবহার দেখে আমরা বাধ্য হয়েই বিজেপিতে যোগ দিয়েছি।  বিজেপি দলে থেকে সক্রিয় ভাবে কাজ করব।

এ বিষয়ে বিজেপির আরামবাগ জেলা সাংগঠনিক সভাপতি বিমান ঘোষ বলেন, মানুষ আর তৃণমূলকে চাইছে না তাই তৃণমূল ছেড়ে এখন  দলে দলে মানুষ বিজেপিতে যোগদান করছে। আরামবাগ খানাকুল দু’নম্বর গ্রাম পঞ্চায়েতে নতীবপুরএলাকা থেকে ৫০ জন তৃণমূলের কর্মী-সমর্থকরা বিজেপিতে যোগদান করেছেন। এর আগেই তৃণমূল  থেকে বিজেপিতে যোগদান করেছে। আরও তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করার কথা চলছে। আমরা সবাইকে নিয়ে দেশের মানুষের জন্য কাজ করতে চাই। এ বিষয়ে তৃণমূ‌লের নেতৃত্ব কোনও মুখ খো‌লেন‌নি।

Related Articles

Back to top button
Close