বাঁকুড়ায় কংসাবতী ক্যানেল পাড় ভেঙে প্রায় ডুবন্ত অবস্থায় একাধিক গ্রাম

অতনু রায়, বাঁকুড়া: ক্যানেলের পাড় ভেঙে ক্যানেলের জলে প্রায় ডুবন্ত অবস্থায় বেশ কয়েকটি গ্রাম। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলা জয়পুর ব্লকের জগন্নাথপুর অঞ্চল ও উত্তরবার অঞ্চলের মধ্যবর্তী এলাকায়। স্থানীয় সূত্রে খবর ভোর পাঁচটা নাগাদ জরকা গ্রামে কংসাবতী ক্যানেলের পাড় ভেঙে গ্রামের মধ্যে জল ঢুকে যায়। যার ফলে ব্যাপক ক্ষতিগ্রস্ত হতে হয় গ্রামবাসীদের। জোরকা গ্রামের ক্ষতিগ্রস্ত পরিবারের এক মহিলা পিঙ্কু মিদ্দা জানান জল ঢুকে যাওয়াই তাদের বাড়ি পড়ে গেছে, বাড়িতে সমস্ত চাল,ডাল টাকাপয়সা সমস্ত কিছুই জলের তলায়, তাদের কাছে আর কিছু নেই।
আরও পড়ুন- ঠাকুর দেখতে বেড়িয়ে নিখোঁজ দুই বোন, তদন্তে পুলিশ
এই মুহূর্তে সরকার যদি তাদের পাশে এসে না দাঁড়ায় তাহলে তাদের অনাহারে দিন কাটাতে হবে। সেচ দপ্তর তরফে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। এখন অনেকটাই নিয়ন্ত্রণে মধ্যে। সূত্রের খবর যতদিন না পর্যন্ত ভগ্ন বাড়িগুলি ঠিকভাবে মেরামত করা হয় ততদিন স্থানীয় একটি স্কুল ও একটি ফাঁকা গোডাউন ঘরে রাখা হবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে।