ব্যারাকপুরে ফের করোনায় আক্রান্ত মহিলা, সিল করা হল এলাকা
অলোক কুমার ঘোষ, ব্যারাকপুর: ফের করোনায় আক্রান্তের সন্ধান মিলল উত্তর ২৪ পরগনা জেলায় । এবার করোনা আক্রান্ত হলেন এক মহিলা । তার বাড়ি ব্যারাকপুর পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডের ১৭ নম্বর রেল বস্তি এলাকায় ।
জানা গেছে, ওই মহিলা সম্প্রতি পুণে থেকে তার বাড়ি ফিরে আসেন । বাড়ি ফেরার পর থেকে তার জ্বর ও গলা ব্যাথা ছিল । এরপরই তার করোনা পরীক্ষা করানো হয় । ওই মহিলার করোনা পজিটিভ রিপোর্ট আসে রবিবার । সোমবার দুপুরে উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসন থেকে ওই মহিলাকে তার বাড়ি থেকে নিয়ে গিয়ে রাজারহাটের করোনা হাসপাতালে ভর্তি করা হয় । ওই মহিলার পরিবারের সদস্যদের বারাসাতের কোয়ারেন্টাইন সেন্টারে পাঠানো হয়েছে । জানা গেছে ব্যক্তিগত কারনে ওই মহিলা পুণেতে থাকতেন । তবে সম্প্রতি তিনি তার বাপের বাড়িতে ফিরে আসেন । এই ঘটনায় ওই মহিলার বাড়ি সংলগ্ন রাস্তাটি ব্যারিকেড করে ঘিরে দিয়েছে প্রশাসন । স্থানীয় বাসিন্দাদের বাড়ি থেকে বাইরে বেরতে নিষেধ করা হয়েছে ।
ব্যারাকপুর পুরসভার পুরপ্রধান উত্তম দাস বলেন, “ওই মহিলার সঙ্গে পুণের যোগসূত্র রয়েছে । আমাদের ধারনা ভিন রাজ্য থেকে তিনি রোগ বয়ে এনেছেন । আমরা ওই মহিলার বাড়ি সংলগ্ন রাস্তাটি সম্পূর্ণ জীবাণু মুক্ত করে দিলাম । প্রতিবেশীদের কাছে স্বেচ্ছাসেবকদের মোবাইল নম্বর দেওয়া হয়েছে । এলাকায় মানুষের সুবিধার্থে স্বেচ্ছাসেবকদের নম্বরে ফোন করলে আক্রান্তের প্রতিবেশীদের বাড়িতে জরুরী জিনিস পৌঁছে দেওয়া হবে ।” এদিকে ব্যারাকপুর পুরসভা এলাকায় বেশ কয়েকজন করোনা আক্রান্ত হলেন । পুরসভার পক্ষ থেকে এলাকার বাসিন্দাদের সচেতন করা হয়েছে।