ফের ধাক্কা শাসকদলে, তৃণমূল ছেড়ে ৫০ জন কর্মী যোগ দিলেন বিজেপিতে
বাবলু প্রামানিক, দক্ষিণ ২৪ পরগনা: সাধারণ মানুষের ভরসা দিতে গ্রামে গ্রামে বিজেপির দিকে দিকে যোগদান কর্মসূচি চলছে । সিপিএম ও তৃণমূল কর্মী সমর্থকরা বিজেপিতে যোগদান করছেন ।
এই যোগদান নিয়ে বাসন্তী চার নম্বরে মন্ডল সভাপতি রমেশ চন্দ্র মাঝি বলেন, করোনা পরিস্থিতিতে এবং আমফানের ক্ষতিপূরণ টাকা নিয়ে যেভাবে তৃণমূল সরকার স্বজনপোষণ করছে এবং বাহুবলির ক্ষমতা দ্বারা লাগাতার সন্ত্রাস চালিয়ে যাচ্ছে । এবং বাসন্তীতে দিনেদুপুরে গুলি ও বোমার লড়াইয়ে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়েছে তাই মানুষ দিকে দিকে বিজেপি সরকারকে বেছে নিচ্ছে ।’
তিনি আরও বলেন, ভয় ভীত দূর মানুষ আজ বিজেপির পতাকা হাতে নিয়ে গ্রামে গ্রামে রাম পুজো করছে। অসহায় মানুষের সাহায্য করছে এই বিজিবি কর্মী-সমর্থকরা তাই সাধারণ মানুষ আজ বাসন্তী ৪ নং মন্ডল সভাপতির নেতৃত্বতে নফরগনজ্ঞ থেকে তৃণমূলের কংগ্রেসের ৫০ জন কর্মী স্বেচ্ছায় বিজেপিতে যোগদান করেন”। তাদের হাতে পতকা তুলে দিলেন সভাপতি রমেশচন্দ্র মাঝি মহাশয়।