বসিরহাটে ২০২১ ভোটের দামামা বাজালো তৃণমূল কংগ্রেস

শ্যাম বিশ্বাস, উত্তর ২৪ পরগনা: বসিরহাট মহাকুমার বাদুড়িয়া ও মিনাখাঁ ব্লকের তৃণমূল কংগ্রেসের প্রস্তুতি সভা থেকে ২০২১ ভোটের দামামা বাজালো তৃণমূল কংগ্রেস। উত্তর ২৪ পরগনা তৃণমূল কংগ্রেসের কো-অর্ডিনেটর নারায়ন গোস্বামী মঞ্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাদুড়িয়া বিধানসভার চেয়ারম্যান বুরাহানলুদ্দিন লিটন সাংসদ ও অভিনেত্রী নুসরাত জাহান প্রাক্তন সাংসদ ইদ্রিস আলী, বিধায়িকা ঊষা রানী মন্ডল, ব্লক সভাপতি মৃত্যুঞ্জয় মন্ডল, কার্যকারী সভাপতি কালাম মল্লিক সহ পঞ্চায়েত সমিতির সভাপতি।
আরও পড়ুন- শাহর সফরের মধ্যেই জঙ্গলমহল থেকে কেন্দ্রীয় বাহিনী প্রত্যাহারের নির্দেশ
নুসরাত জাহান বলেন যে, রাজ্যের ৩৭টি বিভিন্ন প্রকল্পের সুবিধা পাচ্ছেন বাংলার মানুষ। বিগত দিনে কোনও সরকার এই কাজ করেনি। কিছু বহিরাগত এসে বাংলাকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তারা বাংলা সংস্কৃতি সৃষ্টি সম্বন্ধে জানেন না, তাই ২০২১ এর রাজ্য বিধানসভা নির্বাচন বাংলা সুরক্ষার লড়াই।