fbpx
দেশহেডলাইন

বিহারে জোর টক্কর, খানিকটা এগিয়ে গেল NDA

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: লড়াই চলছে সমানে সামনে, ফের এগিয়ে গেল এনডিএ। এই মুহূর্তে এনডিএ ১১৬, আরজেডি ১০৬। এলজেপি এগিয়ে ৯ আসনে। ট্রেন্ডে ফের এগিয়ে গেল মহাজোট, এগিয়ে গেলেন তেজস্বী যাদব। জেহানাবাদ কেন্দ্রে পিছিয়ে গেলেন তেজপ্রতাপ যাদব। পিছিয়ে জিতন রাম মাঝি। দলগতভাবে বিজেপি এগিয়ে ৬৩ আসনে, জেডিইউ ৪৯ আসনে। আরজেডি ৭৯ আসনে, কংগ্রেস এগিয়ে ২২ আসনে। চিরাগ পাসওয়ান এগিয়ে ৮ আসনে।

আসন ধরে ট্রেন্ড, কারা কোন আসনে এগিয়ে

আরারিয়া – কংগ্রেস

নরপতগঞ্জ – বিজেপি

জোকিহাট – বিজেপি

সিক্তি – আরজেডি

রানিগঞ্জ – জেডিইউ

ফরবেশগঞ্জ – কংগ্রেস

আরও পড়ুন: গণনা শুরু হতেই ‘তেজস্বী ভব বিহার’, ট্যুইট লালুপুত্রর

বিহার বিধানসভার স্পীকার ও জেডিইউ প্রার্থী বিজয় কুমার চৌধুরী সরাইরঞ্জন আসনে এগিয়ে।

আরজেডি-র বাহুবলী অনন্ত সিং মোকামায় এগিয়ে।

তেজ প্রতাপ যাদবের শ্বশুর ও জেডিইউ প্রার্থী চন্দ্রিকা রাই পারসায় পিছিয়ে রয়েছেন।

তেজস্বীর দাদা তেজ প্রতাপ হাসানপুরে এগিয়ে আছেন।

শত্রুঘ্ন সিনহার ছেলে কংগ্রেসের লব সিনহা বাঁকিপুরে বিজেপির নিতিন নবীনের থেকে পিছিয়ে আছেন।

কংগ্রেসের নীতু সিং হিসুয়া আসনে এগিয়ে আছেন।

Related Articles

Back to top button
Close