
অভীক বন্দ্যোপাধ্যায়, কলকাতা: মদ্যপান করে নিজেদের মধ্যেই বচসা ও মারপিটে জড়িয়ে পড়েছিলেন একদল যুবক। তাদের নিয়ন্ত্রণ করতে না পেরে খবর দেওয়া হয় চিৎপুর থানার পুলিশকে। আর পুলিশের নাম শুনেই বহুতল থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করল এক দুষ্কৃতী। এমনই ঘটনা ঘটেছে চিৎপুরের চুনিবাবুর বাজারে সওদাগর পল্লিতে কেভেন্টার আবাসনে।
পুলিশ জানিয়েছে, মৃত ওই দুষ্কৃতীর নাম আবদুল হোসেন ওরফে শেন্টিয়া। এলাকায় কুখ্যাত দুষ্কৃতী হিসেবে পরিচিত আবদুল বেশ কয়েক বার জেলেও গিয়েছে। সম্প্রতি জামিনে মুক্ত ছিল সে। তবে এদিন পুলিশ জানতই না, যে ওই ঘটনাস্থলে রয়েছে আব্দুল। আবদুল পুলিশের আসার খবর পেয়েই ঝাপ দিয়ে সোজা নিচে পড়ে। তারপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। শুধু পুলিশের ভয়ে আব্দুল আত্মহত্যা করল নাকি তার কাছে কোনো গোপন তথ্য ছিল সেটা খতিয়ে দেখছে পুলিশ।