fbpx
কলকাতাহেডলাইন

করোনার পৃথিবীতে স্মৃতিভ্রংশ দীননাথকে দু’বছর পর বাড়ি ফেরালো হ্যাম রেডিও

শরণানন্দ দাস, কলকাতা: পশ্চিমবঙ্গ থেকে উত্তরপ্রদেশের দূরত্ব কয়েক হাজার কিলোমিটার। সেই উত্তরপ্রদেশের মির্জাপুর গ্রামের বাসিন্দা বছর সত্তরের দীননাথ মিশ্রের স্মৃতির ‘ লকডাউন” হয় বছর দুই আগে। চেনা গ্রাম, ছেলেমেয়ে, পরিবার ছেড়ে উধাও হয়ে যান। সুন্দরবন লাগোয়া হিঙ্গলগঞ্জে তাঁকে এই লকডাউনের পৃথিবীতে উদ্দেশ্যবিহীনভাবে ঘুরতে দেখে স্থানীয় সমাজকর্মী সুশান্ত ঘোষ নিজের বাড়িতে এনে রাখেন। খবর দেন রাজ্যের হ্যাম রেডিও ‘ ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাবকে।’
সংগঠনের সম্পাদক অম্বরীষ নাগ বিশ্বাস শনিবার বলেন, ‘ সুশান্তবাবু আমাদের শুভাকাঙ্ক্ষী। ওঁর কাছে খবর পেয়ে বৃদ্ধকে ঘরে ফেরানোর চেষ্টা শুরু করি। ওঁকে পাওয়া যায় মার্চের শেষের দিকে। করোনা আর লকডাউনের জেরে পরিস্থিতি একটু কঠিনই ছিল। আর বৃদ্ধের যেহেতু স্মৃতি ঠিকঠাক কাজ করছে না, সেহেতু সমস্যা হচ্ছিল। উনি প্রায় ৪০ জনের নাম ঠিকানা বলেছিলেন। ব্যাপারটা তাই খড়ের গাদায় সূচ খোঁজার মতো দাঁড়িয়েছিল। তবে সব ঠিকানাই ছিল উত্তরপ্রদেশের। শেষ পর্যন্ত একজন, যিনি একটি গ্রামের মুখিয়া তিনিই বৃদ্ধের বর্তমান ঠিকানা জানান। সেইমতো আমরা ওই বৃদ্ধের ছেলের সঙ্গে যোগাযোগ করি। বৃদ্ধের তিন ছেলে, এক মেয়ে। সচ্ছ্বল পরিবার, বড়ছেলে ওখানকার নামকরা পুরোহিত।’

আরও পড়ুন: আগস্ট থেকে খুলতে পারে সিনেমা হল!

অম্বরীষ জানালেন, ‘ প্রতিদিন বৃদ্ধের সঙ্গে ছেলেমেয়েদের কথাবার্তা হতো। কিন্তু করোনা পরিস্থিতিতে বৃদ্ধকে তাঁর বাড়ি ফেরানোটা সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। এরমধ্যে বিপদ, বৃদ্ধ আবার হারিয়ে যান। স্থানীয় মানুষের সহায়তায় দিনকয়েক পর তাঁকে উদ্ধার করা হয়। এরপর আর ঝুঁকি নিইনি, ছেলেদের খবর পাঠানো হয় দ্রুত এসে বৃদ্ধকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। প্রশাসনের প্রয়োজনীয় অনুমতি নিয়ে ওই বৃদ্ধের করোনা পরীক্ষা করানো হয়। রিপোর্ট নেগেটিভ আসে। শেষমেষ শুক্রবার দুপুরে ওই বৃদ্ধের ছোটছেলে পবন ও তার এক বন্ধু এসে বৃদ্ধকে নিয়ে গেলেন।’ করোনার দুঃস্বপ্নের পৃথিবীতে নিরুদ্দেশ থাকার দু বছর পর আপনজনের কাছে বৃদ্ধকে ফিরিয়ে দিয়ে মানবিক মুখের দৃষ্টান্ত রাখল ‘ ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাব।’ সেইসঙ্গে এই বার্তাও দুঃখের পৃথিবীতে উচ্চারিত হলো ‘ নবকুমাররা আজও আছেন।’

Related Articles

Back to top button
Close