দৌলতাবাদে পচাগলা মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য
কৌশিক অধিকারী, বহরমপুর: মুর্শিদাবাদের দৌলতাবাদ এলাকার মদনপুরে স্টেডিয়াম মাঠের নিচে ছোট নদীতে মিললো একটি লাশের খোঁজ। জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম সিদ্দিকুল শেখ (৩৫)। সিদ্দিকুল শেখের পিতার নাম টইমুদ্দিন সেখ। মৃত ব্যক্তি পেশায় একজন চাষী ছিলেন।
জানা গিয়েছে, গত চারদিন আগে বেগুন গাছে বিষ দিতে গিয়ে নিখোঁজ হয়েছিলেন ওই ব্যক্তি।শনিবার সকালে ওই ব্যক্তির পচা মৃতদেহ উলঙ্গ অবস্থায় ভাসতে দেখে স্থানীয়রা। তৎক্ষণাৎ ওই এলাকার লোকজনরা দৌলতাবাদ থানায় ঘটনাটি জানালে, পুলিশ প্রশাসন ঘটনাস্থল থেকে মৃত দেহ উদ্ধার করে। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য বহরমপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। মৃত ব্যক্তি পাগলাটেক পেকুড়তলার বাসিন্দা ছিল বলেই জানা গিয়েছে। তবে সিদ্দিকুল সেখকে কি কারণে, কারা মেরেছে তা এখনো পর্যন্ত জানা যায়নি গোটা ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। দৌলতাবাদ থানা প্রশাসন এ ব্যাপারে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।