fbpx
গুরুত্বপূর্ণদেশহেডলাইন

দেরাদুনে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, ধবংসস্তূপের তলায় চাপা পড়ে মৃত্যু ৪ জনের

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: উত্তরাখণ্ডের রাজধানী দেরাদুনে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল একটি বহুতল আবাসন। মর্মান্তিক এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে চারজনের। তড়িঘড়ি ঘটনাস্থলে যায় বিপর্যয় মোকাবিলা বাহিনী। উদ্ধারকার্যে রয়েছে এনডিআরএফ ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (এসডিআরএফ), সহ স্থানীয় পুলিশ। উদ্ধারকারীরা ধ্বংস্তূপের তলা থেকে তিনজনকে জীবিত অবস্থায় উদ্ধার করে। এনডিআরএফ চিফ সত্য প্রধান জানিয়েছেন চার জনের দেহ উদ্ধার হয়েছে। আহতদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন:কোভিড চিকিৎসায় লাগাম টানতে রাজ্যকে ব্যবস্থা নিতে কেন্দ্রকে নির্দেশ সুপ্রিম কোর্টের

জানা গিয়েছে, মঙ্গলবার গভীর রাতে দেরাদুনের চুখুওয়ালা এলাকার ইন্দ্রা কলোনিতে ভেঙে পড়ে ওই বহুতলটি। ভারী বৃষ্টির জেরেই বহুতলটি ভেঙে পড়েছে বলে মনে করা হচ্ছে।  প্রাথমিকভাবে অনুমান ধ্বংসস্তূপের নীচে আরও বেশ কয়েকজন চাপা পড়ে রয়েছেন।

Related Articles

Back to top button
Close