পশ্চিমবঙ্গহেডলাইন
ডোমকলে প্রকাশ্য দিবালোকে শুট আউট, জখম ২

কৌশিক অধিকারী, ডোমকল: মুর্শিদাবাদ জেলার ডোমকলে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দের ডোমকল পৌরসভার অন্তর্গত ১৩নং ওয়ার্ডে রঘুনাথপুরে মোড়ে ফুটপাতে জমি জায়গা দখল কে ঘিরে বিবাদের জেরে প্রকাশ্য দিবালকে রবিবার বিকেলে মোটর সাইকেল করে এসে গুলি করল দুষ্কৃতীরা বলে স্থানীয় দের অভিযোগ।
ঘটনার জেরে আনুয়ার হোসেন (২৬) ও তার পিতা আবুল হোসেন গুরুতর জখম হন । আহত ব্যক্তিদের প্রথমে ডোমকল মহকুমা হাসপাতালে ও পরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে চিকিৎসা জন্য। এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে ও ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী ও ডোমকল এসডিপিও ফারুক মোহাম্মদ চৌধুরী নেতৃত্ব বিশাল পুলিশ বাহিনী ঘিরে রাখে।
স্হানীয়রা জানিয়েছেন, বর্তমানে ডোমকল পৌরসভার চেয়ারম্যান জাফিকুল ইসলাম ইন্ধনে এই প্রকাশ্য দিবালকে গুলি চালায় তৃণমূল নেতা তথা বুথ সভাপতি আশাদুল সেখ ওরফে আশা বলে অভিযোগ। আশাদুল সেখ সহ তার অনুগামীমিরা এই গুলি চালায় প্রকাশ্য দিবালকে, ডোমকল পৌরসভা এলাকায় আবাস যোজনা ঘর নিয়ে কাটমানি নেওয়ার অভিযোগ আছে তার বিরুদ্ধে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ । যদিও এখনও পর্যন্ত কাওকে গ্রেফতার করেনি পুলিশ।
মুর্শিদাবাদ জেলা তৃণমূল কো অডিনেটর অশোক দাস দাবি, এই ঘটনার সঙ্গে তৃণমূল নেতৃত্বরা কোন ভাবেই যুক্ত নয়। লোকসভা পরিষদিয় দলনেতা অধীর চৌধুরী বলেন, সারা বাংলায় তৃণমূল এখন লুঠ করছে, শুধু ডোমকল নয় সারা রাজ্যে জুড়ে খুন ও সন্ত্রাস রাজনীতি করছে তৃণমূল। দক্ষিণ মুর্শিদাবাদ জেলা বিজেপি সভাপতি গৌরী শঙ্কর ঘোষ বলেন, তৃণমূল খুনের রাজনীতি করতে অভ্যস্ত। তৃণমূল গোষ্ঠী দ্বন্দ্বের জেরে এই হামলা ও গুলি চালানো হয়েছে প্রকাশ্যে দিবালকে। আমরা চাইব পুলিশ সঠিক ভাবে তদন্ত শুরু করে দোষীদের শাস্তি দেবে।