দুর্গাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রেলারের পিছনে পরিযায়ী শ্রমিক বোঝাই বাসের ধাক্কা, জখম ৫
জয়দেব লাহা, দুর্গাপুর: দুর্ঘটনার কবলে পরিযায়ী শ্রমিক বোঝাই বাস। নিয়ন্ত্রণ হারিয়ে ট্রেলারের পিছনে পরিযায়ী শ্রমিক বোঝাই বাসের ধাক্কায় জখম হল ৫ শ্রমিক। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের ২ নম্বর সড়কে ইন্দো-আমেরিকান মোড়ে। খবর পেয়ে পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পুলিশ দুর্ঘনাগ্রস্থ বাসটি আটক করেছে।
দুর্ঘটনার কবলে পড়া বাসযাত্রী সূত্রে জানা গিয়েছে, লকডাউনে রাজস্থানের জয়পুরে আটকে থাকা ২৮ জন শ্রমিক নিজেরা একটি বাস ভাড়া করে রাজ্যে ফিরছেলেন। তাঁদের বাড়ি পূর্ব বর্ধমান ও নদীয়া জেলায়। এদিন ভোর ৫ টা নাগাদ দুর্গাপুর ইন্দো-অ্যমেরিকান মোড়ের কাছে জাতীয় সড়কে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রেলারের পেছনে সজোরে ধাক্কা মারে। ঘটনায় বাসের ৫ জন যাত্রী জখম হয়। বাসটির সামনের কিছুটা অংশ ভেঙে যায়। স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেয়। ঘটনাস্থলে পুলিস এসে জখমদের উদ্ধার করে বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাঁদের প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়।
নদীয়ার বাসিন্দা বাসযাত্রী সোমনাথ ঘোষ ও সুদীপ ঘোষ বলেন, “বাসচালক নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রেলারের পেছনে ধাক্কা মারে। চালক আমাদের জানিয়েছে বাসের এক্সেলেটারের তার কেটে গিয়েই বিপত্তি ঘটেছে। এই বলে চালক ও খালাসি বাস ছেড়ে পালিয়ে যায়। আমাদের একজনের মাথা ফেটে গিয়েছে। বাকি ৪ জনের হাত ও পায়ে লেগেছে।” পুলিশ জানিয়েছে,” পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরানোর গাড়ির ব্যবস্থা করা হয়েছে। এবং তাঁদের খাবারের ব্যবস্থা করা হয়েছে। দুর্ঘটনার কবলে পড়া বাসটি আটক করা হয়েছে।”