আন্তর্জাতিকগুরুত্বপূর্ণহেডলাইন
ঈদের দিনেই ভয়াবহ বিস্ফোরণ, মৃত কমপক্ষে ৫
যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: ঈদের দিনেই ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু হল কমপক্ষে পাঁচ জনের। আহত হয়েছে কমপক্ষে আরও ২০ জন। রবিবার সোমালিয়ায় এই ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি। তবে এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন যে, রাস্তার ধারে ছিল একটি বোমা। সেই বোমা থেকেই বিস্ফোরণ হয়।
মোগাদিসু থেকে ২৫০ কিলোমিটার দূরে এই ঘটনা ঘটেছে। জানা গিয়েছে, এখনও পর্যন্ত পাঁচজনের মৃতদেহ পাওয়া গিয়েছে। আরও ২০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, ঈদের উৎসবে সবাই যখন নাচছিল, গাইছিল, তখনই এই বিস্ফোরনের ঘটনা ঘটে।