fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

গাইঘাটায় তৃণমূল, সিপিএম ছেড়ে বিজেপিতে যোগ ৫ শতাধিক নেতা কর্মীর

শ্যাম বিশ্বাস, উওর ২৪ পরগনা: গাইঘাটায় তৃণমূল, সিপিএম ছেড়ে বিজেপিতে যোগ দিলেন ৫ শতাধিক নেতা কর্মী। উত্তর ২৪ পরগনা গাইঘাটার ধর্মপুর- ২ গ্রাম পঞ্চায়েত এলাকার জয়তারা এলাকায় বিজেপির একটি জনসভায় তৃণমূল এবং সিপিএম ছেড়ে কয়েকটি গ্রাম থেকে সংখ্যালঘু কর্মী সহ পাঁচ শতাধিক কর্মী বিজেপিতে যোগদান করেন।

আরও পড়ুন:অবশেষে ৩দিন পর পুলিশের জালে ধরা পড়ল আনন্দপুর কাণ্ডের মূল অভিযুক্ত অভিষেক পাণ্ডা

এদিনের এই যোগদান সভায় উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সহ-সভাপতি বিশ্বপ্রিয় রায়চৌধুরী, বারাসত সাংগঠনিক জেলা বিজেপি-র সভাপতি শংকর চ্যাটার্জি, বনগাঁ উত্তরের বিধায়ক বিশ্বজিৎ দাস। এই যোগদান পর্বের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য চাঁদপাড়া বকচরা গোলদার পাড়ার মোড় থেকে শতাধিক বাইক নিয়ে ধরমপুর-২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় জয়তারা পর্যন্ত মিছিল করে জেলা সভাপতি ও বনগাঁর উত্তরের বিধায়ক।
প্রশাসন সূত্রে খবর, এদিনের এই বাইক মিছিল বা সভার কোনও অনুমতি নেওয়া হয়নি।

Related Articles

Back to top button
Close