fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

গোপীবল্লভপুরে মুখ্যমন্ত্রীর ছবিকে সামনে রেখে ভাইফোঁটা নিলেন কৃষ্ণ বটব্যাল

সুদর্শন বেরা ,ঝাড়গ্রাম: ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর এক ব্লকের বালিদড়িয়া গ্রামের কৃষ্ণবটব্যাল তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মী হিসেবে পরিচিত এবং তিনি মুখ্যমন্ত্রী তথা দল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্ধ ভক্ত হিসেবে এলাকায় পরিচিত। কৃষ্ণ বটব্যাল তাঁর বাড়ি জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক ছবি স্বযতনে টাঙিয়ে রেখেছেন।তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দিদি হিসেবে সম্মান দেন। তাই দিদি মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া তিনি আর কাউকে চেনেন না ।কেউই তার কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কিছু বললে সে রেগে যান এবং যিনি তাকে মমতা বন্দ্যোপাধ্যায় এর বিরুদ্ধে কিছু বলেন তাকে তিনি সাবধান করে দেন ।

কৃষ্ণ বটব্যাল বলেন দিদি মমতা বন্দ্যোপাধ্যায় আমার কাছে আদর্শ অনুপ্রেরণা। যেভাবে মা তার সন্তানকে লালন-পালন করেন, সেই ভাবেই দিদি গোটা জঙ্গলমহল কে উন্নয়নে ভরিয়ে দিয়েছেন। যার ফলে জঙ্গলমহল জুড়ে শান্তির বাতাবরণ তৈরি হয়েছে। তাই দিদিকে ছাড়া আমি অন্য কিছুই ভাবতে পারিনা। তাই সোমবার ভাইফোঁটার দিন দিদির কাছে যেতে পারিনি। কিন্তু দিদির ছবির সামনে আমি ভাইফোঁটার নিলাম।সোমবার রীতিনীতি মেনে ভাইফোঁটার আয়োজন করেছিলেন কৃষ্ণ বটব্যাল তার নিজের বাড়িতে দিদি মমতা বন্দ্যোপাধ্যায় এর ছবি কে সামনে রেখে ভাইফোঁটা নেয়। সোমবার এমনই দৃশ্য দেখাগেল ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর থানার বালিদড়িয়া গ্রামে।

Related Articles

Back to top button
Close