পশ্চিমবঙ্গহেডলাইন
হাবরায় তৃণমূল ও সিপিএম ছেড়ে বিজেপিতে যোগ ৪০০ জনের

রুদ্র নারায়ণ রায়, হাবরা: ভারতীয় জনতা পার্টির যুবমোর্চার পক্ষ থেকে হাবরা বিধানসভা কেন্দ্রে বস্ত্রবিতরণের অনুষ্ঠানে তৃণমূল ও সিপিএম ছেড়ে প্রায় ৪০০ জন বিজেপিতে যোগদান করলেন। জেলা সভাপতি শংকর চ্যাটার্জির হাত ধরে এদিন এরা সকলেই বিজেপিতে যোগদান করেন।
যুব মোর্চার তরফ থেকে এদিন বস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। রাজনৈতিক মহলের কথায় হাবরায় ক্রমশ দুর্বল হয়ে পড়ছে তৃণমূল ও সিপিএম। দলবদলের ঘটনাই সেই তথ্য সামনে তুলে ধরল।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক বিশ্বজিৎ দাস, জেলা সাধারণ সম্পাদক চন্দ্রকান্ত দাস, স্বপন মজুমদার সহ অন্যান্য নেতানেত্রীরা।