হাওড়ায় ফের করোনায় আক্রান্ত ২ পুলিশ কর্মী
মনোজ চক্রবর্তী, হাওড়া : ফের করোনা আক্রান্ত দুই পুলিশ কর্মী। হাওড়া সিটি পুলিশ সূত্রে খবর হাওড়া থানার দুই কনস্টেবল করোনা আক্রান্ত হয়েছে।আর এর ফলে কার্যত আতঙ্ক ছড়িয়েছে হাওড়া থানার অন্দরে।
জানা গিয়েছে, ওই দুই পুলিশ কর্মীকে ভর্তি করা হয়েছে গোলাবাড়ি থানা এলাকার আইএলএস হাসপাতলে। সূত্রের খবর দুদিন আগে ওই দুই কনস্টেবলের লালারসের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হযেছিল। শনিবার সেই রিপোর্ট স্বাস্থ্য দফতরের হাতে আসে। এরপরই ওই দুজনকে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।এছাড়া আরো দু জন পুলিশকর্মীকে হোম কোয়ারান্টিনে ও পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে । উল্লেখ্য এর আগে শিবপুর থানায় ১৬ জন পুলিশ কর্মী এবং সাঁতরাগাছি থানার দুজন পুলিশ কর্মী আক্রান্ত হন।
বর্তমানে শিবপুর থানার একজন ছাড়া সবাইকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে । এদিকে এই সংক্রমণের ঘটনায় হাওড়া থানার পুলিশ কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। যদিও পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ ও স্বাস্থ্য দফতর ।