ভারতে করোনা আক্রান্তে সংখ্যা প্রায় ৬০ লাখের অঙ্ক ছুঁতে চলেছে

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: দেশে দ্রুগগতিতে ছড়াচ্ছে করোনা আক্রান্তের সংখ্যা। সেই সঙ্গে বাড়ছে মৃত্যু। যতই লাগামটানার চেষ্টা করা হোক না কেন করোনা তার নিজের দাপট অব্যাহত রেখেছে। করোনার গতি ক্রমশই উর্দ্ধমুখী। কেন্দ্র ও প্রতিটি রাজ্যেই লকডাউন থেকে আংশিক লকডাউন থেকে সব রকম চেষ্টা করে যাওয়া হচ্ছে। তাই করোনা তার নিজের দাপট ধরে রেখেছে। গত ২৪ ঘন্টায় ৮৮ হাজার ৬০০ জন নতুন করে সংক্রমিত হয়েছেন। যার জেরে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছাল ৫৯ লক্ষ ৯২ হাজার ৫৩২-এ। গত একদিনে মৃতের সংখ্যাও বেড়েছে। ১ হাজার ১২৪ জনকে নিয়ে দেশে মৃত্যুর হার বেড়ে হয়েছে ৯৪৪ হাজার ৫০৩।
আরও পড়ুন: প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, বর্ষীয়ান বিজেপি নেতা যশবন্ত সিং
করোনার জেরে ভারতে আক্রান্তের সংখ্যা ৮৮,৬০০ জন। নতুন করে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন, ১১২৪ জন। ভারতে এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন ৪৯,৪১ ৬২৮ জন। মোট আক্রান্তের সংখ্যা প্রায় ৬০ লাখের অঙ্ক ছুঁতে চলেছে। এদিন ভারতের মোট আক্রান্তের সংখ্যা ৫৯,৯২,৫৩৩ জন হয়েছে। মোট মৃতের সংখ্যা ৯৪,৫০৩ জন।
সংক্রমণের নিরিখে শীর্ষ তালিকায় মারাঠাভূম।এরপরই রয়েছ অন্ধ্রপ্রদেশ, তানিলনাড়ু. কর্ণাটক, উত্তরপ্রদেশ, দিল্লির নাম।
দেশে আক্রান্ত রাজ্যগুলির তালিকায় ষষ্ঠস্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গে পরই রয়েছে ওড়িশা, তেলাঙ্গানা, বিহর ও অসম।