বেড়েই চলেছে করোনা সংক্রমণ, এবার এই রাজ্যে জারি ১৪৪ ধারা

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: করোনার সংক্রমণ বেড়েই চলেছে। ফলে এবার কেরল রাজ্যে জারি করা হল ১৪৪ ধারা। জানা গিয়েছে, কেরলে মোট কেসের সংখ্যা দুই লাখ পেরিয়েছে। অ্যাক্টিভ কেসের সংখ্যা ৭২,৪১৮। প্রাথমিক ভাবে করোনা মোকাবিলায় নিয়ন্ত্রণ পেলেও ক্রমশই যেন তলিয়ে যাচ্ছে কেরল। ফলে বাধ্য হয়ে এবার ১৪৪ ধারা জারি করার পথে হাঁটল প্রশাসন।
আরও পড়ুন: আলিপুর-সহ রাজ্যের সব চিড়িয়াখানা খুলে গেল, পশু পাখির আচরণের উপর নজর
বৃহস্পতিবার গভীর রাতে কেরলের মুখ্যসচিব বিশ্বাস মেহতা বিজ্ঞপ্তি মারফত জানিয়েছেন, ৩ অক্টোবর সকাল ৯টা থেকে অক্টোবর ৩১ অবধি বলবৎ থাকবে ১৪৪ ধারা। কোনও স্থানে পাঁচজনের বেশি একত্রিত হতে পারবেন না এই সময়। মূলত করোনার শৃঙ্খলকে ভঙ্গ করার জন্যেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে বিজয়ন সরকার। প্রত্যেক জেলাশাসকে এই সিদ্ধান্ত কড়া ভাবে মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। যেসব জায়গা কন্টেনমেন্ট জোন ও যেখানে করোনা ছড়াতে পারে বলে মনে করা হচ্ছে সেখানে বেশি করে কড়াকড়ি রাখা হবে। বিয়ে, অন্ত্যেষ্টি সহ অন্যান্য অনুষ্ঠানে ছাড় থাকবে।