
যুগশঙ্খ, ওয়েবডেস্কঃ ফুটবল খেলা দেখতে গিয়ে বিপত্তি। কেরলে ফুটবল খেলা দেখার সময়ে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল গ্যালারি। আহত শতাধিক। এর মধ্যে পাঁচজন গুরুতর আহত। কেরলে ফুটবল খেলা খুবই জনপ্রিয়। রাজ্যের উত্তর দিকের জেলার ফুটবল খেলাগুলিতে দর্শক হয় হাজার হাজার। এবার খেলা দেখতে এসে ঘটে গেল বড়সড় দুর্ঘটনা।
শনিবার রাতে ৯টার দিকে কেরালের মলপ্পুরমের পুঙ্গড় স্টেডিয়ামে ম্যাচের জন্য তৈরি করা হয়েছিল একটি অস্থায়ী গ্যালারি। মানুষের চাপে সেটাই ভেঙে ২০০ জন আহত হন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনও মৃত্যুর কোনও খবর নেই।
করোনা পূর্বে আইএসএলের ম্যাচে গ্যালারি ভরে যেত। স্থানীয় ম্যাচগুলোতেও প্রচুর দর্শক হয়। কোভিড পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় দর্শকদের জন্য গ্যালারি খুলে দেওয়া হয়েছে। শনিবার রাতে সেরকম একটা স্থানীয় ম্যাচেই ঘটে গেল বিপত্তি।