fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

উদ্বোধনের দিনই আগুনে ভস্মীভূত কোলাঘাটের ফাস্টফুড সেন্টার

বাবলু বন্দ্যোপাধ্যায়, কোলাঘাট: ঘটা করে মঙ্গলবার সকালে উদ্বোধন হয়েছিল ফাস্টফুড সেন্টারটি। তবে উদ্বোধনের ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই রাতেই ভষ্মীভূত হল দোকানটি। জানা গিয়েছে,    মঙ্গলবার রাত ৯টা নাগাদ হঠাৎ করতে দাউ দাউ করে আগুনের লেলিহান শিখা জ্বলতে দেখে  এলাকার মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে। ঘটনাটি ঘটেছে কোলাঘাট ব্লকের খন্যাডিহি বাজারে।

আরও পড়ুন : “করোনা স্বাস্থ্যবিধির কথা মাথায় রেখে ভোটগ্রহণ”, বিহার ভোটের আগে টুইট প্রধানমন্ত্রীর

প্রাথমিক অনুমান গ্যাস সিলিন্ডার থেকে আগুন পুরো দোকানে ছড়িয়ে পড়ে। স্থানীয় মানুষজন আগুন নেভানোর কাজে হাত দেন। খবর দেওয়া হয় দমকল কে। দুটি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে এসে প্রায় এক ঘন্টার অক্লান্ত চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রত্যক্ষদর্শিরা বলেন এই সময় দোকানের ভীড়ও হয়েছিল । আগুন লাগার সঙ্গে সঙ্গে ক্রেতাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়। হতাহতের কোনো খবর নেই। সমগ্র ঘটনায় রীতিমতো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

Related Articles

Back to top button
Close