কোলাঘাটে বিজেপির পক্ষ থেকে দীপাবলিতে বাচ্চাদের মাটির প্রদীপ ও মাস্ক তুলে দেওয়া হল

বাবলু বন্দ্যোপাধ্যায়,কোলাঘাট: ভারতীয় সংস্কৃতিকে তুলে ধরার জন্য এগিয়ে এল কোলাঘাটের বিজেপি নেতৃত্ব। ছোট ছোট ছেলে মেয়েদের মাটির প্রদীপ তুলে দেওয়ার সঙ্গে সঙ্গে বার্তা দেওয়া হল চিনা বর্জ্য বর্জনের। পাশাপাশি আত্মনির্ভর ভারত গড়ার লক্ষ্যে এগিয়ে যাওয়ার বার্তা দিলেন তমলুক সাংগঠনিক জেলা সম্পাদক দেবব্রত পট্টনায়েক। ৬ নম্বর জাতীয় সড়কের অনতিদূরে পুলশিটা অঞ্চলের মিহিটিকরি গ্রামের পিছিয়ে পড়া মানুষদের বস্তিতে এই কর্মসূচি নেওয়া হয়। দীপাবলীর উৎসবের দিনগুলির মধ্যে এমন কর্মসূচি নেওয়ার জন্য এলাকার সমস্ত স্তরের মানুষ আনন্দিত।
এই কর্মসূচিতে কোলাঘাট মন্ডল ৩-এর সভাপতি বিবেক চক্রবর্তী, সাধারণ সম্পাদক নবকুমার ভক্তা, সম্পাদক স্বপন বেরা এবং এলাকার যুবনেতা প্রসেনজিৎ সরকার সহ ব্লক স্তরের নেতৃত্বদের উপস্থিতি লক্ষ্য করা যায়। মাটির প্রদীপের সাথে মাস্ক, সাবান, স্যানিটাইজারও বিতরণ করা হয়। যুবনেতা প্রসেনজিৎ সরকার এক সাক্ষাৎকারে বলেন আমদের লক্ষ্য মোদিজী আত্মনির্ভর ভারত গড়ার যে স্বপ্ন নিয়েছে, তাকে বাস্তব রূপ দেওয়া।