fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

কুমারগ্রামে তৃণমূল ও সিপিআইএম ছেড়ে বিজেপিতে যোগ ৩০টি পরিবারের

সুকুমার রঞ্জন সরকার, কুমারগ্রাম: তৃণমূল ও সিপিআইএম ছেড়ে বিজেপিতে যোগ দিল কুমারগ্রাম ব্লকের ভল্কা বারবিশা দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের ত্রিশটি পরিবার। শুক্রবার বিজেপির ৩ নম্বর মণ্ডল কমিটি আয়োজিত এক সভায় এই যোগদান কর্মসুচি অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন বিজেপির এসটি মোর্চার রাজ্য সহ সভাপতি মনোজ কুমার ওঁরাও, ৩ নম্বর মণ্ডল কমিটির সভাপতি বাবলু সরকার, মন্ডল প্রমুখ কমল দাস সহ অন্যান্য নেতৃবৃন্দ।

নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দেন মনোজ কুমার ওঁরাও। তৃণমূল থেকে আসা ব্যক্তিরা জানান, তৃণমূল নেতাদের স্বজন পোষন ও দুর্নীতি তাদের বাধ্য করেছে বিজেপিতে যোগ দিতে। অপরদিকে সিপিআইএম ছেড়ে আসা পরিবারের সদস্যরা বলেন, সিপিআইএম এখন ক্ষয়িষ্ণু দল, তাই তারা বিজেপিতে যোগ দিলেন। যদিও তৃণমূল ও সিপিআইএম নেতৃত্বের দাবি, তাদের দল থেকে কেউ অন্য দলে যোগ দেয়নি।

Related Articles

Back to top button
Close