লক্ষ্মী পুজোর বাজারে আকাশ ছোঁয়া দাম হাত পুড়ছে গৃহস্থের

সুকুমার রঞ্জন সরকার, কুমারগ্রাম: আজ কোজাগরী লক্ষ্মী পুজো। জিনিস পত্রের আকাশ ছোঁয়া দামে পুজোর আয়োজন করতে গিয়ে হিমসিম খাচ্ছেন আম জনতা। কুমারগ্রাম ব্লকের বিভিন্ন বাজার ঘুরে দেখা গেল প্রতিমা, দশকর্মা দ্রব্য, ফল মুল,শাকসব্জী এমনকি চিনি গুড় বাতাসা মুগ ডাল সব বিকোচ্ছে অগ্নিমুল্যে। পুজোর বাজার করতে আসা ক্রেতারা জানান করোনা আবহে সকলেরই আর্থিক পরিস্থিতি খারাপ, তার সঙ্গে দোসর জিনিস পত্রের আকাশ ছোঁয়া দাম এই দুইয়ের সাঁড়াশি চাপে তারা বাধ্য হয়েছেন পুজোর আয়োজনে কাটছাঁট করতে।
তারা বলেন গত বছরে যে মাটির সাজের প্রতিমা সত্তর থেকে আশি টাকায় কিনেছেন এবার তার দাম একশত ত্রিশ বা চল্লিশ টাকায় কিনতে হচ্ছে। দশকর্মা দ্রব্যের ও দাম বেড়েছে। আলু চল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেজি, বেগুন,ফুলকপি, একশ টাকা কেজি, বাঁধাকপি আশী থেকে নব্বই টাকা কেজি, যে কোন শাক সাত থেকে আট টাকা ছোট আটি, কোয়াশ আশী টাকা কেজি। ফলের বাজারেও একই অবস্থা। আপেল একশ কুড়ি থেকে দেড়শো টাকা কেজি মুসাম্বি একশ টাকা, নারিকেল প্রতিটি পঞ্চাশ থেকে ষাট টাকা। মুগ ডাল, রান্নার তেল, মশলা গুড় বাতাসা ও অগ্নিমুল্য। দ্রব্যমুল্যের আগুনে হাত পুড়িয়েই গৃহস্থরা পুজো দেবেন ধনদেবী লক্ষ্মী দেবীর।