fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

লকডাউনকে উপেক্ষা করেই খোলা রয়েছে বাজার

ঘাটাল: লকডাউনকে উপেক্ষা করেই বসেছিল সবজি বাজার,মাছ বাজার,ভিড় করে চলছিল কেনাকাটা।খবর পেয়েই পুলিশ গিয়ে বন্ধ করল বাজার।
বৃহস্পতিবার এমনই ছবি ধরা পড়ল পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের ক্ষীরপাই পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ডাকবাংলো এলাকায়।
এদিন সকালে দেখতে পাওয়া গেল  স্বাভাবিক ছন্দেই রয়েছে ডাকবাংলো এলাকা। খোলা রয়েছে বাজার,আর সেখানে ভিড় জমিয়েছে ক্রেতারা, হুঁশ নেই কারো।মুখে মাস্ক ছাড়াই ভিড় করে চলছিল কেনা কাটা। আর এই খবর পেয়েই তড়িঘড়ি এলাকায় পৌঁছায় খিরপাই ফাঁড়ির পুলিশ। ধমক দিয়ে বন্ধ করে বাজার।ক্রেতাদের কেও বাড়ি ফেরত পাঠানো হয়।
অন্যদিকে, খিরপাই এলাকার হালদার দীঘির মোড়ে নাকা চেকিং চালাচ্ছে পুলিশ। বাইরে বেরনো মানুষদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যারা মাস্ক পরেনি তাদের মাস্ক পরতে বাধ্য করছে পুলিশ।

Related Articles

Back to top button
Close