মহারাষ্ট্রে ২৪ ঘণ্টায় মৃত আরও ২৭, আক্রান্তের সংখ্যা ছাড়ালো ১০ হাজার
যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: করোনায় দেশের মধ্যে সবচেয়ে বেশি মারাত্মক স্থানে রয়েছে মহারাষ্ট্র। এই মুহূর্তে মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ১০ হাজার। ২৪ ঘণ্টায় রাজ্যে মৃত্যু ২৭ জনের। মৃতের সংখ্যা বেড়ে হল ৪৫৯। ফলে খুব স্বাভাবিকভাবেই বাড়ছে আতঙ্ক।
এদিকে ক্রমাগত বেড়েই চলেছে করোনার দাপট। কেন্দ্রের পক্ষ থেকে অবস্থা অনুযায়ী ১৩০টি রেড জোন ঘোষণা করা হয়েছে। এদিকে এই সবের মধ্যে আগামী ৩ মে লকডাউনটা শেষ হতে চলেছে।
বর্তমান সময়ে বিশ্বে ৩৩ লক্ষেরও বেশি মানুষ মারণ ভাইরাসে আক্রান্ত। মৃতের সংখ্যা ২ লক্ষ ৩৪ হাজার ছাড়িয়ে গেছে। ভারতে আক্রান্তের সংখ্যা ৩৫ হাজার পেরিয়েছে। মৃত্যু হয়েছে ১১৪৭ জনের। গ্রিন জোনে ছাড় দিয়ে অন্যত্র চলতে পারে লকডাউন। তবে সরকারি তরফে এখনও কোনও ঘোষণা হয়নি। বাংলাতেও করোনা পরিস্থিতিও সন্তোষজনক নয়। ৩৩ জনের মৃ্ত্যু হয়েছে এ রাজ্যে। আক্রান্ত ৫৭২। পরিস্থিতি মোকাবিলায় তৈরি হয়েছে কোভিড ম্যানেজমেন্ট ক্যাবিনেট কমিটি।