মেচেদায় বিজেপির গৃহ সম্পর্কের কর্মসূচিতে ব্যাপক সারা মানুষের, উৎফুল্ল কর্মী সমর্থকরা

বাবলু বন্দ্যোপাধ্যায়, কোলাঘাট: রাজনৈতিক এক ইঞ্চি জমি যে ভারতীয় জনতা পার্টি ছাড়বে না তা আবার দেখা গেল শহীদ মাতঙ্গিনী ব্লকের অন্তর্গত মেচেদার অনতিদূরে বরগেছিয়া, চিমুটিয়া সহ বেশ কয়েকটি এলাকায় বিজেপির গৃহ সম্পর্কের কর্মসূচিতে। রাজ্য সরকারের দুয়ারে দুয়ারে সরকারের পাল্টা প্রধানমন্ত্রীর উন্নয়নমূলক কর্মকান্ডের সম্বলিত কাগজ তুলে দিতে দেখা গেল বিজেপির রাজ্য ও জেলা স্তরের নেতৃত্বদের। এই কর্মসূচিতে শহীদ মাতঙ্গিনী ব্লকের নতুন করে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেল। এদিনের এই গৃহ সম্পর্ক কর্মসূচিতে রাজ্যের বিজেপির সহ সভাপতি রাজ কমল পাঠক সহ জেলাও ব্লক স্তরের নেতৃত্ব নারায়ণ চন্দ্র মাইতি, আশিস মাইতি, মধুসূদন মন্ডল, অপর্ণা নস্কর, সুকান্ত মাইতি, পঞ্চানন গুছাইত মত নেতৃত্বদের লক্ষ্য করা যায়।
সকাল থেকে বিকেল পর্যন্ত এই কর্মসূচিতে যে সমস্ত বাড়িতে নেতৃত্বরা গিয়েছে, সেসব বাড়ির গৃহকর্তারা উৎসাহ নিয়ে নেতৃত্বদের কথা শুনেছেন। সেই সঙ্গে বলতে শোনা গেছে আমরা আছি আপনারা এগিয়ে যান। রাজ্যের সহ-সভাপতি রাজকুমার পাঠক বলেন, রাজ্য সরকার দুয়ারে দুয়ারে সরকার কর্মসূচি নিয়েছে। কতটা গ্রহণযোগ্য হয়ে উঠবে তা নিয়ে দ্বিমত আছে। তৃণমূল সরকারের দেখতে দেখতে দশ বছর অতিক্রান্ত হতে যাছে। এতদিন পর দুয়ারে দুয়ারে সরকার কর্মসুচি নিয়ে মানুষের মন পেতে চাইছে। মানুষ সব জানে আগামী ২১ সালের বিধানসভা নির্বাচনে কাকে ভোট দেবেন তা লোকসভা ভোট থেকে শুরু করে দিয়েছেন। ২১ সালের নির্বাচনে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসবে বলে তিনি মন্তব্য করেন।