পশ্চিমবঙ্গহেডলাইন
মেখলিগঞ্জ ব্লকে ফের ৩ জন করোনা আক্রান্ত

জয়দেব অধিকারী, মেখলিগঞ্জ: মেখলিগঞ্জ ব্লকে ফের করোনা আক্রন্তের হদিশ। শনিবার মেখলিগঞ্জ ব্লক প্রশাসন সূত্রে খবর মেখলিগঞ্জ ব্লকে ফের ৩ জনের করোনা পজিটিভ আসে।
তারমধ্যে মেখলিগঞ্জ ব্লকের চ্যাংড়াবান্ধা গ্রাম পঞ্চায়েত প্রধান রয়েছেন। বাকি দুইজনের মধ্যে একজন চ্যাংড়াবান্ধা পেট্রোল পাম্প সংলগ্ন এলাকার মহিলা ও জামালদহের আশ্রমপাড়ার এক পুরুষ রয়েছে।ব্লক প্রশাসন ইতিমধ্যে তিনজনের বাড়ির এলাকা কনটেইনমেন্ট জোন ঘোষণা করেছে।এবং বাড়ি সংলগ্ন এলাকা স্যানিটাইজেশন করার পাশাপাশি বাঁশ দিয়ে ঘিরে দিচ্ছে।
ব্লক প্রশাসন সুত্রে জানা গেছে করোনা আক্রান্তের বাড়ির পাশে ও সংস্পর্শে কারা কারা এসেছে খোজখবর নিয়ে তাদের লালারসের নমুনা সংগ্রহ করা হবে।এদিন এই করোনা পজিটিভের খবর চাউর হতেই মেখলিগঞ্জ ব্লক জুরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।