পশ্চিমবঙ্গহেডলাইন
মন্তেশ্বরে বিজেপিতে জেলা সভাপতি কৃষ্ণ ঘোষের হাত ধরে বিজেপিতে যোগ দিল বহু পরিবার

নিজস্ব সংবাদদাতা, কালনা: কৃষক বিলের সমর্থনে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন সহ বিশাল মিছিল করলো বর্ধমান পূর্বের বিজেপি নেতৃত্ব।পাশাপাশি এদিন বিভিন্ন দল থেকে বেশ কয়েকটি পরিবার বিজেপিতে যোগদান করে বলে জানান তারা।তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন জেলা সভাপতি কৃষ্ণ ঘোষ। এছাড়াও এইদিন উপস্থিত ছিলেন জেলা সাধারণ সম্পাদক সৌগত দে, বিধানসভা কনভেনর প্রদীপ রায়,১৬ নং মণ্ডলের সভাপতি রাকেশ ঘোষ।
মন্তেশ্বর বিধানসভার ১৬ নং মন্ডল এলাকার মধ্যমগ্রাম,ইচু-ভাগড়ার কয়েক শো মানুষ ও কৃষক পরিবার শণিবারের এই ধন্যবাদ জ্ঞাপন মিছিলে অংশগ্রহন করেন।এছাড়াও ৫১ টি পরিবার বিজেপিতে যোগদান করেন বলে জানান জেলা সভাপতি কৃষ্ণ ঘোষ।এই বিষয়ে তিনি বলেন,‘সারা দেশে কৃষকদের কথা ভেবে একের পর এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।আর সেই কারণেই তাঁকে ধন্যবাদ জ্ঞাপন সহ মিছিল করা হয়।পাশাপাশি আগামী বিধানসভার কথা ভেবে এইদিন ৫১ টি পরিবার বিজেপিতে যোগদান করেন।তাদের হাতে দলীয় পতাকা তুলে দেওয়া হয়।’