fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

মুর্শিদাবাদে একই পরিবারে ১০জন করোনায় আক্রান্ত

কৌশিক অধিকারী, কান্দি: মুর্শিদাবাদ জেলার সালার থানার অন্তর্গত গুলাহাটিয়া গ্রামে এক পরিযায়ী শ্রমিক ফিরে আসার পর তার দেহে  করোনা  হদিশ মেলে । আক্রান্ত সেই যুবকের চিকিৎসা চলছে মুর্শিদাবাদ করোনা হাসপাতালে। তার মাঝেই মঙ্গলবার সকালে সংক্রমিত যুবকের পরিবারের আরও ১০ জন সদস্যের দেহে মিলল করোনা ভাইরাসের হদিস। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদ জেলার সালার থানার গুহহাটিয়া গ্রামে। প্রশাসনের পক্ষ থেকে পুরো গ্রাম সিল করে দেওয়া হয়েছে।

আরও পড়ুন: মালদায় পরিযায়ী শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

বহিরাগত কোন মানুষ যাতে ওই গ্রামে প্রবেশ করতে না পারে পাশাপাশি ওই গ্রামের কোন মানুষ যাতে বাইরে বেরিয়ে না আসে তার জন্য চব্বিশ ঘন্টা পুলিশি পাহারার ব্যবস্থা করেছে ভরতপুর ব্লক প্রশাসন। আক্রান্ত পরিবারের সংস্পর্শে কে বা কারা এসেছিল তার খোঁজ নিতে শুরু করেছে প্রশাসন। মুর্শিদাবাদ জেলাতে আক্রান্ত সংখ্যা বৃদ্ধি হয় দাঁড়াল প্রায় ১৪০জন। যদিও সুস্থতার হার অনেকটা বেশি বলে জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে।

Related Articles

Back to top button
Close