মুর্শিদাবাদে একদিনে করোনা আক্রান্ত ১৪
কৌশিক অধিকারীঃ বহরমপুর: লকডাউনের কিছুটা ছাড় দিতেই মুর্শিদাবাদে বেড়েই চলেছে করোনার আক্রান্তের সংখ্যা।মুর্শিদাবাদে এবার নতুন করে ১৪ জন করোনা আক্রান্তের হদিশ মিললো। মুর্শিদাবাদের নবগ্রাম ব্লকের নতুনগ্রাম ও খাজুরিয়া এলাকায় মোট ৮ জন পরিযায়ী শ্রমিক করোনা আক্রান্ত হয়েছেন। এরা সকলেই মহারাষ্ট্রে রাজমিস্ত্রীর কাজে গেছিলেন। দিন কয়েকই আগেই তারা গ্রামে ফেরেন। এদের মধ্যে খাজুরিয়ার চার শ্রমিক স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে কোয়ারান্টাইন কেন্দ্রে ছিলেন, নতুন গ্রামের চারজন ছিলেন হোম কোয়ারান্টাইনে। তাদের শরীরের সেরকম উপসর্গ না থাকলেও ভিন রাজ্য ফেরত বলে তাদের লালারসের নমুনা সংগ্রহ করা হয়েছিলো, বৃহস্পতিবার রাতে রিপোর্ট পজিটিভ আসে।
আরও পড়ুন: একটানা ‘ওয়ার্ক ফর্ম হোম’…ডেকে আনতে পারে মানসিক বিপর্যয়!!!!
অন্যদিকে ডোমকলে দুজন, রানীতলায় ১ জন, সাগরদিঘীতে ১ জন, শক্তিপুর ও সালারে ১ জন করে আক্রান্তের খোঁজ মিলেছে। এদিকে শুক্রবার সকালেই গ্রামে গ্রামে গেছেন স্থানীয় বি এম ও এইচ, ও সি সহ স্বাস্থ্য কর্মীরা। তাদের সকলকেই মুর্শিদাবাদের বহরমপুরে মাতৃসদনে কোভিড হাসপাতালে ভর্তি করা হবে। এই নিয়ে মুর্শিদাবাদ জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাড়ালো মোট ২৬ জন। মুর্শিদাবাদ জেলা স্বাস্থ্য আধিকারিক প্রশান্ত বিশ্বাস জানিয়েছেন, মুর্শিদাবাদ জেলাতে আক্রান্ত সংখ্যা যেমন বৃদ্ধি পাচ্ছে তেমন বৃহস্পতিবার তিনজন সুস্থ হয়ে বাড়ি ফিরছেন। আক্রান্ত রোগীদের কে স্বাস্থ্য দফতরের প্রতিনিধিরা নজর রাখছেন বলে জানান তিনি।