fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

মুর্শিদাবাদে নতুন করে করোনা আক্রান্ত ৯, জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৮৫

কৌশিক অধিকারী, বহরমপুর: সোমবার সকালে সপ্তাহে প্রথম দিনে মুর্শিদাবাদ জেলায় নতুন করে করোনা আক্রান্ত হলেন ৯ জন। জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৮৫। যদিও সুস্থ ১৫৮জন।

আরও পড়ুন:করোনা আতঙ্কে বন্ধ ৪০০ বছরের প্রাচীন রথযাত্রা, আনন্দ থেকে বঞ্চিত চন্দ্রকোনাবাসী

জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে মুর্শিদাবাদ জেলাতে মোট ৯জন করোনা আক্রান্তের হদিশ মিলল। ভরতপুর এক নং ব্লকের ১জন, সুতি দুই নং ব্লকের ২জন, সাগরদিঘী ব্লকের ১জন, ভগবানগোলা ২নং ব্লকের ১জন, লালগোলা ব্লকের ১জন, ফরাক্কা ব্লকের ১জন, আজিমগঞ্জ জিয়াগঞ্জ ব্লকের ১জন, শক্তিপুর ব্লকের ১জন। এদের সকলকেই বহরমপুরে কোভিড হাসপাতালে ভর্তি করানো হয়েছে চিকিৎসা জন্য। মুর্শিদাবাদ জেলা মোট আক্রান্ত সংখ্যা দাঁড়াল ১৮৫জন। যদিও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫৮জন।

Related Articles

Back to top button
Close