fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

নিউটাউনে বালি বোঝাই লরি উল্টে গুরুতর আহত ৩

শ‍্যাম বিশ্বাস, উওর ২৪ পরগনা: বালি বোঝাই লরি উল্টে বিপত্তি দেখা গেল নিউটাউনে। ঘটনায় গুরুতর আহত হয়েছে তিনজন। আহতদের নিয়ে যাওয়া হয়েছে স্থানীয় বেসরকারি হাসপাতালে। ঘটনাটি ঘটেছে ডিএলএফ ওয়ানের কাছে।  ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় নিউটাউন থানার পুলিশ।

স্থানীয় সূত্র মারফত খবর, নিউটাউন ডিএলএফ ওয়ানের কাছে রাস্তায় একটি বালি বোঝাই লরি ব্যাক করতে গিয়ে ক্যালভার্ট ভেঙে হোটেল এবং লটারির দোকান এর ওপর উল্টে পড়ে লরি। সেই সময় হোটেলেই ছিল এক পৌড়া দম্পতি এবং এক লটারি দোকানের দোকানদার। তাঁরাই আহত হন। গুরুতর আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে নিয়ে যাওয়া হয়েছে স্থানীয় বেসরকারি হাসপাতালে।

পুলিশ সূত্রে খবর, লরির ড্রাইভার পলাতক। গাড়িটিকে আটক করেছে নিউটাউন থানার পুলিশ। ঘটনার তদন্তে নিউটাউন থানার পুলিশ।

Related Articles

Back to top button
Close