fbpx
গুরুত্বপূর্ণদেশহেডলাইন

একদিনে ৫ হাজার ২৪২ জন আক্রান্ত, দেশে আক্রান্ত প্রায় ৯৬,০০০

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: চতুর্থ দফায় বাড়ানো হল লকডাউনের মেয়াদ। কিন্তু তার ফল মিলছে কি? দেশে এখনও হু হু করে ছড়াচ্ছে সংক্রমণ। প্রত্যেকদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত ৫ হাজার ২৪২ জন। এক কথায় যা আগের সমস্ত রেকর্ডকে ভেঙে দিয়েছে। একই সঙ্গে গত ২৪ ঘণ্টায় ১৫৭ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য মন্ত্রকের তথ্যানুযায়ী ৫৬ হাজার ৩১৬ জন এখন হাসপাতালে চিকিত্‍সাধীন। ৩৬ হাজার ৮২৪ জন ইতিমধ্যেই করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন। মৃত্যুমিছিলে শামিল ৩ হাজার ২৯ জন।

আরও পড়ুন: বিধিনিষেধ মেনে আজ কলকাতার রাজপথে আধ ঘন্টা অন্তর মিলবে সরকারি বাস

দেশের মধ্যে সবথেকে খারাপ অবস্থায় রয়েছে মহারাষ্ট্র। সেখানে মোট করোনা আক্রান্ত ৩৩ হাজার ৫৩ জন। ১১৯৮ জনের মৃত্যু হয়েছে। গুজরাটে মোট আক্রান্ত ১১ হাজার ৩৭৯ জন। সেখানে মৃতের সংখ্যা ৬৫৯। রাজধানী দিল্লিতে করোনা আক্রান্তের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে। সেখানে মোট কোভিড রোগী ১০ হাজার ৫৪ জন। ইতিমধ্যেই ১৬০ জনে মৃত্যু হয়েছে। মহামারীতে প্রাণহানির তালিকায় তামিলনাড়ুও বেশ উপরের দিকেই রয়েছে। সেখানে মোট করোনা আক্রান্ত ১১ হাজার ২২৪ জন। অন্যদিকে মৃতের সংখ্যার নিরিখে তৃতীয় স্থানে অবস্থান পশ্চিমবঙ্গের। কেন্দ্রীয় সরকারের পরিসংখ্যান অনুযায়ী পশ্চিমবঙ্গের ইতিমধ্যেই করোনায় মারা গিয়েছেন ২৩৮ জন। আক্রান্ত ২,৬৭৭।

Related Articles

Back to top button
Close