সন্ত্রাসের দিক থেকে পশ্চিমবঙ্গ কাশ্মীরের চেহারা নিয়েছে: অগ্নিমিত্রা পাল

অভিষেক আচার্য, কল্যাণী: “সন্ত্রাসের দিক থেকে পশ্চিমবঙ্গ কাশ্মীরের চেহারা নিয়েছে। ধর্ষণ, খুন, রাহাজানি বেড়েই চলেছে রাজ্যে। তবু কোনো পদক্ষেপ নিচ্ছেন না রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।” নদিয়ার হরিনঘাটায় বিজেপির এক সাংগঠনিক বৈঠকে এসে একথা বললেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল।
নদিয়ার বিজেপির সাংগঠনিক শক্তি বৃদ্ধি করতেই জেলায় এসেছেন অগ্নিমিত্রা পাল। ২০২১ সালে বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে এগিয়ে চলেছে গেরুয়া শিবির। সম্প্রতি বিহার জয় অনেকটাই অক্সিজেন পেয়েছে পদ্ম শিবির। রাজ্যে পদ্মের বিজয় পতাকা উড়াতে জেলায় জেলায় বিভিন্ন কর্মসূচি নিয়েছে বিজেপি মহিলা মোর্চা। সেই মহিলা মোর্চাকে আরো শক্তিশালী করতেই নদিয়া জেলায় সাংগঠনিক বৈঠক করেন অগ্নিমিত্রা পাল।
আরও পড়ুনঃ করোনা আক্রান্ত আব্দুল মান্নান, সম্প্রতি বৈঠক করেন রাজ্যপালের সঙ্গে
বিজেপি নেত্রী বলেন, ” দিলীপ ঘোষের ওপর আক্রমণ হচ্ছে। পুলিশ বারবার নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে। রাজ্যে ধর্ষণের সংখ্যা বেড়েই চলেছে। সন্ত্রাসের দিক থেকে কাশ্মীরের থেকে পিছিয়ে নেই পশ্চিমবঙ্গ। কামদুনিকাণ্ডের দোষীরা এখনো ঘুরে বেড়াচ্ছে। অথচ মুখ্যমন্ত্রী নীরব ভূমিকা পালন করছেন। আগামী নির্বাচনে মানুষ এর জবাব দেবে”।