
যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: পুজোর আবহে কলকাতায় দুর্ঘটনার বলি দু’জন। বেপরোয়া গতি দুর্ঘটনার কারণ বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।
নবমীর রাতে বালিগঞ্জ সার্কুলার রোডে একটি দুর্ঘটনা ঘটে। রাত ১২ টা নাগাদ বান্ধবীকে নিয়ে ঠাকুর দেখে ফিরছিলেন এক যুবক। বাইকের স্পিড অত্যন্ত বেশি থাকায় আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যান বাইকের চালক। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। জখম হন তাঁর সঙ্গে থাকা তরুণীও। খবর পেয়ে রাতেই পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। মৃত যুবক ও আহত তরুণী দু’ জনের কারুরু মাথায় হেলমেট ছিল না। অপরদিকে মানিকতলায় দশমীর ভোরে বাইক দুর্ঘটনা ঘটে। গুরুতর জখম হন চালক ও আরোহী। তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা চালককে মৃত বলে ঘোষণা করেন। চিকিৎসাধীন আহত বাইক আরোহী। এক্ষেত্রে ২ জনের কারও মাথাতেই হেলমেট ছিল না।