fbpx
দেশহেডলাইন

করোনা পরিস্থিতিতে মাত্র ৪০ দিনে কেন্দ্রের জব পোর্টালে কাজের খোঁজ করেছে ৬৯ লাখ মানুষ

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: করোনার জেরে দেশে কর্মহীন হয়ে পড়েছেন লাখ লাখ মানুষ। মানুষ কাজের খোঁজ শুরু করেছে। করোনা পরিস্থিতিতে মাত্র ৪০ দিনে কেন্দ্রের জব পোর্টালে কাজের খোঁজ করেছে ৬৯ লাখ মানুষ। তার মধ্যে কাজ পেয়েছেন মাত্র ০.১ শতাংশ আবেদনকারী। লকডাউনে রাতারাতি কাজ গেছে কোটি কোটি মানুষের। রুজিরুটি হারিয়েছে অসংগঠিত ক্ষেত্রের ঠিকা কর্মী, শ্রমিক, দিনমজুর থেকে শুরু করে সংগঠিত ক্ষেত্রের বেতরভুক কর্মীরাও। পরিস্থিতি সামাল দিতে গত ১১ জুলাই জব পোর্টাল চালু করেছিল কেন্দ্র।

কেন্দ্রের তথ্য বলছে, মাত্র ৪০ দিনে ৬৯ লাখের বেশি আবেদন জমা পড়ে ওই পোর্টালে। ১৪ থেকে ২১ আগস্টের মধ্যে ৭ লাখের বেশি মানুষ নিজেদের নাম নথিভুক্ত করেন ওই পোর্টালে। কিন্তু কাজ হাতে পেয়েছে মাত্র ৬৯১ জন। কেন্দ্রের কারিগরি মন্ত্রক জানাচ্ছে, কাজের আবেদন করেছেন এমন ৬৯ লক্ষ পরিযায়ীদের মধ্যে কাজে যোগ দিতে পেরেছেন মাত্র ৭,‌৭০০ জন।

রিপোর্ট বলছে, কাজ খুঁজছে এমন লোকের সংখ্যা ১৪–২১ আগস্টের ৮০% বেড়েছে। কিন্তু যাঁরা কাজ পেয়েছেন, তাঁদের সংখ্যা মাত্র ৯.‌৮৭% বেড়েছে। গত সপ্তাহেও আবেদনের সংখ্যা প্রায় ১২% বেড়েছে।

তথ্য বলছে, ১১৬টি জেলায় গরিব কল্যাণ রোজগার যোজনার আওতায় মাত্র ৫.‌৪% মহিলা কাজের জন্যে আবেদন করেছেন। নথিভুক্ত ৫১৪টি কোম্পানির মধ্যে ৪৪৩টি কোম্পানি প্রায় তিন লক্ষ কাজের বিজ্ঞাপন দিয়েছে। যার মধ্যে মাত্র দেড় লক্ষকে কাজের প্রস্তাব দেওয়া হয়েছে। প্রায় ৭৩% কাজের বিজ্ঞাপন এসেছে লজিস্টিকস, স্বাস্থ্য, ব্যাঙ্ক, বিমা, খুচরো, নির্মাণ এবং বিভিন্ন আর্থিক ক্ষেত্র থেকে। ‌

উল্লেখ্য, লকডাউনে কাজ হারিয়ে ঘরে ফিরে এসেছে বিহার, উত্তরপ্রদেশের বহু পরিযায়ী শ্রমিক। যার জেরে শ্রমিক ঘাটতি দেখা দিয়েছে কর্ণাটক, দিল্লি, হরিয়ানা, তেলঙ্গানা এবং তামিলনাড়ুতে। আর এই রাজ্যগুলি থেকে প্রায় ৭৭% কাজের প্রস্তাব আসছে বলে জানা গেছে।

Related Articles

Back to top button
Close