
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যে সুস্থতা বেড়ে সামান্য পরিমাণ কমল সংক্রমণ। সোমবারের বুলেটিন অনুযায়ী, ফের রাজ্যে ২৪ ঘন্টায় নতুন সংক্রমণের হদিশ ২৯৬৭ জনের, মৃত্যু ৫৭ জনের এবং সুস্থ হয়েছেন ৩২৮৫ জন। সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৭৮৪৬.৭৮ শতাংশে।
২৪ ঘন্টায় ২৯৬৭ জন নতুন আক্রান্তে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৪১৮৩৭ জন। এদিন আরও ৫৭ জনের মৃত্যু হওয়ায় রাজ্যে সরকারি হিসেবে মোট করোনায় মৃত্যু ২৪৫১ জনের। ২৪ ঘন্টায় আরও ৩২৮৫ জন সুস্থের হিসেব ধরলে মোট সুস্থ হলেন ১১১২৯২ জন।
এদিন অন্যান্য জেলার সঙ্গে কলকাতাতে ৬৫১ জন, উত্তর ২৪ পরগনাতে ৬০৫ জন, দক্ষিণ দিনাজপুরে ২৪২ জন, হাওড়ায় ২২৯ জন, দক্ষিণ ২৪ পরগনায় ২২৩ জন, পূর্ব মেদিনীপুরে ১৮৩ জন, হুগলিতে ১৬১ জন, মুশির্দাবাদে ১৩৭ জন সুস্থ হয়েছেন। এই মুহূর্তে রাজ্যে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ২৭৬৯৪ জন। এদিন সুস্থতার হার বেড়ে যাওয়ায় হাসপাতালে করোনা চিকিৎসাধীন রোগীর সংখ্যা বাড়ার বদলে কমে গিয়েছে ৩৭৫ জন।
বুলেটিনে আরও জানানো হয়েছে, এদিন পর্যন্ত রাজ্যের ৭০ টি ল্যাবে মোট করোনা টেস্ট করা হল ১৫৯৬৫৭৮ জনের। যার মধ্যে ২৪ ঘন্টায় রাজ্যে করোনা পরীক্ষা হয়েছে ৩৫২৬৭ জনের। রাজ্যের ৮৭ টি করোনা হাসপাতাল, ৩২ টি সরকারি এবং ৫৫ টি বেসরকারি হাসপাতালে মোট ১২০৩৫ টি বেড আছে, আইসিইউ পরিষেবা রয়েছে ১২৪৩ জনের। ভেন্টিলেটর রয়েছে ৭৯০ টি। তার ৩৫.৫৭ শতাংশ রোগী ভর্তি আছেন।
সরকারি ৫৮২ টি কোয়ারেন্টাইনে এখন রয়েছেন ২৫১৭ জন। ছেড়ে দেওয়া হয়েছে ১০৭১২৪ জনকে। হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ৪৭৮১৪ জন। ছেড়ে দেওয়া হয়েছে ৪৪০৯৩৮ জনকে। রাজ্যের ২০০ টি সেফ হোমে ১১৫০৭ টি বেড রয়েছে এবং তাতে ১৮৭৯ জন রোগী রয়েছেন।
এছাড়া এদিনের বুলেটিনে জেলাওয়াড়ি তথ্যে জানানো হয়েছে, এদিন রাজ্যে মৃত্যু হয়েছে ৫৭ জনের। বুলেটিন অনুযায়ী এ দিন ১৩ জনের মৃত্যু কলকাতায়, ১২ জন উত্তর পরগনায়, ৯ জন হাওড়ায়, ৬ জন দক্ষিণ ২৪ পরগনায়, ৪ জন হুগলিতে। এছাড়া দক্ষিণ দিনাজপুর ও পশ্চিম মেদিনীপুরে ২ জন করে, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, মালদা, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমানে ১ জন করে মোট ১২ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে।
উল্লেখ্য, এছাড়া এদিন অন্যান্য জেলার সঙ্গে উত্তর ২৪ পরগনায় ৭০০ জন, কলকাতায় ৪৬৫ জন, দক্ষিণ ২৪ পরগনায় ১৫৮ জন, আলিপুরদুয়ার ও পুরুলিয়া ১১৫ জন করে , দার্জিলিং ১০৯ জন, হুগলি ও দক্ষিণ দিনাজপুরে ১০৮ জন করে, হাওড়ায় ১০৪ জন, বাঁকুড়ায় ১০২ জনের উল্লেখযোগ্য হারে সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। এদিনও সংক্রমণ বেড়েছে রাজ্যের সব জেলাতেই।