fbpx
দেশহেডলাইন

উত্তেজনার মাঝেই চিন-পাকিস্তানের সঙ্গে সামরিক মহড়ায় অংশ নেবে ভারতীয় সেনা

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: সীমান্তে জারি রয়েছে চাপা উত্তেজনা। এসবের মধ্যেই আগামী মাসে রাশিয়াতে একটি যৌথ সামরিক মহড়ায় অংশ নিতে চলেছে ভারত, চিন ও পাকিস্তান। জানা গিয়েছে, ভারতীয় সেনাবাহিনীর পদাতিক বাহিনীর কিছু সেনা, আর্টিলারি, সাঁজোয়া গাড়ির সঙ্গে প্রায় ১৮০ জন সেনা এই যৌথ সামরিক মহড়ায় অংশ নেবেন। এছাড়াও এই মহড়ায় থাকবে ভারতীয় বায়ুসেনাও। পরের মাসের এই মহড়ায় রাশিয়া সহ মোট ১৯ টি কাউন্টি দেশ অন্তর্ভুক্ত থাকবে। এই মহড়ায় মোট সেনা থাকবে ১২,৫০০-র বেশি।

আরও পড়ুন: ​অনুপ্রেরণা জাকির নায়েক! পুলিশি জেরায় কবুল ধৃত আইএস জঙ্গির

সেনা সূত্রে খবর, এই সামরিক মহড়ার জন্য একটি সেনাদল ও নৌবাহিনীর তিনটি জাহাজ পাঠাচ্ছে। লাদাখে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলে তিন মাসেরও বেশি সময় ধরে চাপা উত্তেজনা রয়েছে। বহু স্তরের আলোচনার পরেও উত্তেজনা হ্রাস পায়নি। এমতাবস্থায় এই যৌথ সামরিক মহড়া আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

আরও পড়ুন: ​আনলক ৪: দেশজুড়ে চালু হতে পারে মেট্রো পরিষেবা

শেষ পাওয়া খবর অনুযায়ী, ভারত, চিন, পাকিস্তান, রাশিয়া, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান ও উজবেকিস্তান ছাড়াও আরও ১১ টি দেশ এই মহড়ায় অংশ নেবে। আপাতত নির্ধারিত দিন হিসেবে জানা গিয়েছে, ১৫ থেকে ২৬ সেপ্টেম্বর অবধি এই মহড়া চলবে।

Related Articles

Back to top button
Close