টানটান উত্তেজনার মধ্যেই ট্রাম্পের দাবি মেনে জর্জিয়ায় ফের ভোট গণনা!

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: আমেরিকার শাসনভার কার হাতে আসবে তাই নিয়ে চুলচেরা বিশ্লেষণ চলছে জোরকদমে। আর যতই ফল বের হচ্ছে ততই ক্ষিপ্ত মেজাজে দেখা যাচ্ছে বিদায়ী প্রসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। জর্জিয়া ও পেনসিলভেনিয়ায় ডোনাল্ড ট্রাম্পকে পিছনে ফেলে জয়ের দিকে এগোচ্ছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। ইতিমধ্যেই ভোট ঘিরে শুরু হয়েছে চাপান-উতোর। এমনকী ভোটে কারচুপির অভিযোগ তুলে আইনি লড়াইয়ে দিকে যাওয়া ইঙ্গিত বিদায়ী প্রেসিডেন্ট ট্রাম্প। নেভেদায় ট্রাম্পের চেয়ে আরও অনেকটা এগিয়ে গিয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন।
এদিকে এই অবস্থার মধ্যে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। কোনও অনিয়মের অভিযোগ না পেলেও জর্জিয়ায় ফের ভোট গোণার সিদ্ধান্ত নিয়েছেন অঙ্গরাজ্যটির সেক্রেটারি অফ স্টেট ব্র্যাড রাফেন্সবার্গার।
শুক্রবার আচমকাই সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাফেন্সবার্গার জানিয়েছেন, ‘জর্জিয়ায় ভোট পুনর্গণনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখনও ৪ হাজার ১৬৯টি ব্যালট গণনা বাকি রয়েছে। তাছাড়া সামরিক বাহিনীর সদস্যদের পাঠানো প্রায় ৮ হাজার ভোট এখনও ডাকযোগে এসে পৌঁছনোর কথা রয়েছে। এদিনের মধ্যে ওই ভোট পৌঁছলে তাও গণনা করা হবে।’
আরও পড়ুন: সাদা বাড়ি দখল আর কিছু সময়ের অপেক্ষা… শেষ হাসি হাসবে কে! জোর টক্করে বাইডেন-ট্রাম্প
ভোট গণনা প্রায় শেষ পর্যায়ে যখন তখন ফল ঘোষণা না করে পুনর্গণনার আদেশ দেওয়ার যৌক্তিকতা কোথায় তা জানতে চাইলে তিনি বলেন, ‘এই মুহূর্তে জর্জিয়ায় ফল ঘোষণা করা কঠিন। ভোটের ব্যবধান এতই কম যে নতুন করে গণনা করতে হবে। কারণ এই প্রদেশের ফল শুধু জর্জিয়া নয়, জর্জিয়ার সীমান্তের বাইরেও বহু মানুষের আগ্রহ রয়েছে। পুরো দেশের ওপর জর্জিয়ার নির্বাচনের চূড়ান্ত হিসেবের একটা প্রভাব পড়বে, সেটা স্বাভাবিক।’