ভাইফোঁটার সকালে হিমেল পরশ বঙ্গে, আরও কমবে তাপমাত্রা

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: আজ ভাইফোঁটা। ভাইফোঁটার দিন সকাল থেকেই শীতের হালকা বাতাস অনুভব করেছে শহরবাসী। তাপমাত্রা বেশ অনেকটাই নেমেছে বঙ্গে। সোমবার অর্থাৎ ভাইফোঁটার দিন সারাদিন আকাশ পরিষ্কার থাকবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। তাপমাত্রা ২০.৬ ডিগ্রির আশেপাশেই ঘোরাফেরা করবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিনবঙ্গের একাধিক জেলায় শীতের পরশ উপভোগ করলেও উত্তরবঙ্গে ঘন কুয়াশার দাপট অব্যাহত রয়েছে। এরইমধ্যে হাওয়া বদলের প্রবল সম্ভাবনা রয়েছে উত্তর-পশ্চিম ভারতে।
আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকতে পারে ভারতবর্ষে। আর এরফলে আবহাওয়া বদল হতে পারে উত্তর-পশ্চিম ভারতে। আগামী কয়েকদিন উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে কুয়াশার দাপট চলবে। হাওয়া অফিস সূত্রের খবর, দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে বৃষ্টি চলবে। লাক্ষাদ্বীপ এবং আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের একাংশে বৃষ্টির সম্ভাবনা প্রবল রয়েছে।
অন্যদিকে জম্মু কাশ্মীরের লাদাখ, হিমাচল প্রদেশে প্রবল তুষারপাতের সম্ভাবনা রয়েছে। উত্তর পূর্ব মৌসুমি বায়ুর প্রভাব ও বঙ্গোপসাগরে একাধিক ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টি চলবে। ইতিমধ্যেই রাজধানী দিল্লি সহ উত্তর-পশ্চিম ভারতের একাধিক রাজ্যে শৈত্যপ্রবাহ শুরু হয়ে গিয়েছে।