fbpx
কলকাতাবিনোদনহেডলাইন

তারকাদের উপস্থিতিতে লঞ্চ হল ‘প্রতিদ্বন্দ্বী’ সিনেমার পোস্টার

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: স্টার মিডিয়া ভেঞ্চারস, প্রত্যুষ প্রোডাকশন ও নিও স্টুডিওর উদ্যোগে ও পরিচালক সপ্তস্ব বসুর পরিচালনায় লঞ্চ হল ‘প্রতিদ্বন্দ্বী’ সিনেমার পোস্টার। রহস্যে ও অ্যাডভেঞ্চারে ভরা এক অন্ধকার জগতের দিককে দর্শকদের সামনে তুলে ধরতে চলেছেন পরিচালক সপ্তস্ব বসু।

গত শনিবার ২১ নভেম্বর পরিচালক সপ্তস্ব বসু ও কাহিনিতে অভিনীত তারকারদের উপস্থিতিতে এই সমগ্র অনুষ্ঠানটি সম্পন্ন হয়। উপস্থিত ছিলেন অভিনেতা শ্বাশত চ্যাটার্জি, রুদ্রনীল ঘোষ, সৌরভ দাস, সায়নী ঘোষ, রিনি ঘোষ, মাহী কর ও রাজদীপ সরকার। সমগ্র অনুষ্ঠানটি হয় পার্ক স্ট্রিটের এপিজে হাউসের অক্সফোর্ড বুকস্টোরে।

‘প্রতিদ্বন্দ্বী’ পরিচালক সপ্তস্ব বসুর পরিচালনায় দ্বিতীয় ফিল্ম। যেখানে চিকিৎসা জগতের সঙ্গে অন্ধকার জগতের যোগসূত্রকে সাহসের সঙ্গে তুলে ধরছেন পরিচালক। ছবিটি দর্শকদের মুগ্ধ করবে বলে দাবি করেন সপ্তস্ব। সেইসঙ্গে এই ভিন্ন ধারার ছবিতে রুদ্রনীল ঘোষ ও শ্বাশত চ্যার্টার্জির অভিনয় দর্শকদের মনে দাগ কাটবে। ছবিতে এমনভাবে কাহিনি বর্ণিত হয়েছে যেখানে চিকিৎসা জগতের আদর্শের পাশাপাশি অন্ধকার জগতের এক বিপরীত মেরুকরণ তৈরি করবে। কাহিনিতে রুদ্র আর শ্বাশত পরস্পরের শত্রু! যদি তাই হয় তবে কেন তারা দুজনের শত্রু! এই সমাধান পেতে হলে দেখতে হবে ‘প্রতিদ্বন্দ্বী’। যার প্রতিটি সিকোয়েন্স আপনাকে অন্ধকার জগতের নানা কাহিনি তুলে ধরবে।

Related Articles

Back to top button
Close