fbpx
কলকাতাহেডলাইন

রাজ্যে ২৪ ঘন্টায় নতুন আক্রান্ত ২৯৬৪, মৃত ৫৮, সুস্থ ৩২৫১

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মৃত্যুহার না কমলেও রাজ্যে প্রতিদিনই বাড়ছে সুস্থতার হার। মঙ্গলবারের বুলেটিন অনুযায়ী, ফের রাজ্যে ২৪ ঘন্টায় নতুন সংক্রমণের হদিশ ২৯৬৪ জনের, মৃত্যু ৫৮ জনের এবং সুস্থ হয়েছেন ৩২৫১ জন। আক্রান্তের থেকে সুস্থতার সংখ্যা বেশি হওয়ায় সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৭৯.১০ শতাংশে।

২৪ ঘন্টায় ২৯৬৪ জন নতুন আক্রান্তে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৪৪৮০১ জন। এদিন আরও ৫৮ জনের মৃত্যু হওয়ায় রাজ্যে সরকারি হিসেবে মোট করোনায় মৃত্যু ২৯০৯ জনের। ২৪ ঘন্টায় আরও ৩২৫১ জন সুস্থের হিসেব ধরলে মোট সুস্থ হলেন ১১৪৫৪৩ জন।

প্রসঙ্গত, এত দিনের মধ্যে এই প্রথম সংক্রমণকে পেরিয়ে সুস্থতার হার বেশি উত্তর ২৪ পরগনা ও কলকাতায়। এদিন অন্যান্য জেলার সঙ্গে উত্তর ২৪ পরগনাতে ৭৮০ জন, কলকাতাতে ৬২৮ জন, হাওড়ায় ২৬৫ জন, দক্ষিণ ২৪ পরগনায় ১৭০ জন, পূর্ব মেদিনীপুরে ১৯২ জন, হুগলিতে ৮৬ জন সুস্থ হয়েছেন। এই মুহূর্তে রাজ্যে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ২৭৩৪৯ জন। এদিন সুস্থতার হার বেড়ে যাওয়ায় হাসপাতালে করোনা চিকিৎসাধীন রোগীর সংখ্যা বাড়ার বদলে কমে গিয়েছে ৩৪৫ জন।
বুলেটিনে আরও জানানো হয়েছে, এদিন পর্যন্ত রাজ্যের ৭০ টি ল্যাবে মোট করোনা টেস্ট করা হল ১৬৩৪১০২ জনের। যার মধ্যে ২৪ ঘন্টায় রাজ্যে করোনা পরীক্ষা হয়েছে রেকর্ড সংখ্যক ৩৭৫২৪ জনের। রাজ্যের ৮৭ টি করোনা হাসপাতাল, ৩২ টি সরকারি এবং ৫৫ টি বেসরকারি হাসপাতালে মোট ১২০৪৫ টি বেড আছে, আইসিইউ পরিষেবা রয়েছে ১২৪৩ জনের। ভেন্টিলেটর রয়েছে ৭৯০ টি। তার ৩৫.১৭ শতাংশ রোগী ভর্তি আছেন।

সরকারি ৫৮২ টি কোয়ারেন্টাইনে এখন রয়েছেন ২৫০৯ জন। ছেড়ে দেওয়া হয়েছে ১০৭১৪৫ জনকে। হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ৪৮০৩৮ জন। ছেড়ে দেওয়া হয়েছে ৪৪৪১৫২ জনকে। রাজ্যের ২০০ টি সেফ হোমে ১১৫০৭ টি বেড রয়েছে এবং তাতে ১৭৭৬ জন রোগী রয়েছেন।

এছাড়া এদিনের বুলেটিনে জেলাওয়াড়ি তথ্যে জানানো হয়েছে, এদিন রাজ্যে মৃত্যু হয়েছে ৫৮ জনের। বুলেটিন অনুযায়ী এ দিন ১৬ জনের মৃত্যু কলকাতায়, ১৮ জন উত্তর ২৪ পরগনায়, ৬ জন দক্ষিণ ২৪ পরগনায়, ৩ জন জলপাইগুড়িতে। এছাড়া দার্জিলিং, মালদা, পূর্ব মেদিনীপুর ও হাওড়ায় ২ জন করে, আলিপুরদুয়ার, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান ও হুগলিতে ১ জন করে আরও মোট ১৩ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে।

উল্লেখ্য, এছাড়া এদিন অন্যান্য জেলার সঙ্গে উত্তর ২৪ পরগনায় ৫৯০ জন, কলকাতায় ৫৪১ জন, দক্ষিণ ২৪ পরগনায় ১৫৮ জন, পশ্চিম মেদিনীপুরে ১৯৫ জন, হাওড়ায় ১৩৪ জন, হুগলিতে ১২২ জন, পূর্ব মেদিনীপুরে ১১৪ জনের জনের উল্লেখযোগ্য হারে সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। এদিনও সংক্রমণ বেড়েছে রাজ্যের সব জেলাতেই।

Related Articles

Back to top button
Close