আন্তর্জাতিকহেডলাইন
বিশ্বে করোনায় মৃত্যু ৩৩২৮৭৬, আক্রান্ত ছাড়াল ৫১ লক্ষ
যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: দিন যত যাচ্ছে ততই করোনায় আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে। করোনার মারণ থাবায় জুবুথুবু বিশ্ব। বিশ্বে করোনায় মৃত্যু হয়েছে ৩ লক্ষ ৩২ হাজার ৮৭৬ জনের। আক্রান্তের সংখ্যা ৫১ লক্ষ ১ হাজার ৪০০। করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ১৯ লক্ষ ৪৮ হাজার ১০৬ জন।
আরও পড়ুন: জমা জলে ভাসছে মৃতদেহ! আম্ফানের ভয়ঙ্কর রুপ দেখলো কলকাতা
করোনার মারণ থাবায় সবথেকে ভয়াবহ পরিস্থিতি আমেরিকায়। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে বারোশোরও বেশি মানুষের। মোট মৃত্যু ৯৪ হাজার ৬৬৮। আক্রান্ত ১৫ লক্ষ ৭৬ হাজার ৮৮৬। মৃতের সংখ্যার নিরিখে আমেরিকার পরই ব্রিটেন। সে দেশেও লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। মোট মৃত্যু ৩৬ হাজার ১২৪। সংক্রমিত হয়েছেন ২ লক্ষ ৫২ হাজার ২৪৬ জন। ইতালিতে মৃত্যু হয়েছে ৩২ হাজার ৪৮৬ জনের। মোট আক্রান্ত ২ লক্ষ ২৮ হাজার ৬।