fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

উত্তরাখণ্ডে ১০ দিনের মধ্যে সমস্ত জনগণের কোভিড টেস্টের নির্দেশ মুখ্যমন্ত্রীর

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: ১০ দিনের মধ্যে সমস্ত জনগণের কোভিড টেস্টের নির্দেশ দিলেন উত্তরাখণ্ডে মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত। রবিবার তিনি জানান যে রাজ্য সরকার আগামী ১০ দিনের মধ্যে রাজ্যের গোটা জনসংখ্যার কোভিড–১৯ টেস্ট করাবে যাতে এই ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি রোখা যায়।

কোভিড–১৯ রোগীর শেষকৃত্য প্রসঙ্গে তিনি জানান যে অযথা আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই সমস্ত সুরক্ষা ব্যবস্থা মাথায় রেখে কেন্দ্রীয় সরকারের নির্দেশনা অনুযায়ী এটি করা হচ্ছে। প্রসঙ্গত, উত্তরাখণ্ডে রবিবার ৩১টি নতুন কোভিড–১৯ পজিটিভ রোগী সনাক্ত হয়। এ নিয়ে রাজ্যে মোট কোভিড রোগীর সংখ্যা ১,৮১৬ জন।

আরও পড়ুন: আজ থেকে শুরু গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়া, বাঙালির পাতে রুপালি ইলিশ আর কয়েক দিনের অপেক্ষা

মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘‌জেলা শাসকদের নির্দেশ দেওয়া হয়েছে যে ১০ দিনের মধ্যে রাজ্যের সকল বাসিন্দাদের স্ক্রিনড করতে হবে তবেই রাজ্যের সঠিক অবস্থান জানা যাবে।’‌ এই কার্যের লক্ষ্যে পৌঁছানোর জন্য আশা কর্মী ও অঙ্গনওয়ারিরা সহায়তা করবেন। মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন যে যদি কোনও করোনা রোগী হাসপাতালে ভর্তির ২৪ ঘন্টার মধ্যে ভাইরাসে মারা যায় তবে জেলা শাসক দায়ি থাকবেন।

Related Articles

Back to top button
Close