উদ্বোধনের ১ মাস পূর্তির দিনই ভেঙে পড়ল ২৬০ কোটি টাকার সেতু

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: বাংলার ছায়া এবার প্রতিবেশি রাজ্যে। বিহারে উদ্বোধনের একমাসের মধ্যে ভেঙে পড়ল সেতু। মাত্র ২৯ দিন আগেই ২৬০ কোটি টাকা দিয়ে গন্ডাক নদীর উপর এই সেতুর উদ্বোধন করেছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। পাটনা থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরে গোপালগঞ্জে এই সেতুর উদ্বোধন করেছিলেন স্বয়ং বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। গত ১৬ জুন সকলের জন্য খুলে দেওয়া হয়েছিল এই সেতু। আর ১৬ জুলাই ভেঙে পড়ে এই সেতু।
[আরও পড়ুন- করোনা ঠেকাতে ব্যর্থ সরকার: তেজস্বী যাদব]
এই ঘটনার পরেই নীতিশ কুমার সরকারের তীব্র নিন্দা করেছে লালু প্রসাদ যাদবের ছেলে তেজস্বী যাদব। তিনি লিখেছেন যে, “৮ বছর ধরে কোটি কোটি টাকা ধ্বংস হল। সব দিক দিয়ে বিহারকে লুটছেন নীতিশ জি। এর জবার চাই।” মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের নিন্দা করেছেন বিহার কংগ্রেস প্রধান মদন মোহন ঝা।
উল্লেখ্য, দীর্ঘ ৮ বছর ধরে এই ১.৪ কিলোমিটার দীর্ঘ সাত্তারঘাট সেতুটি নির্মাণ করেছিল বিহার রাজ্য পুল নির্মাণ নিগম লিমিটেড। গোপালগঞ্জ ও পূর্ব চম্পারণের মধ্যে যোগসূত্র করেছিল এই সেতু।