কোলাঘাটের দেড়িয়াচক অঞ্চলে বিজেপির পার্টি অফিসের উদ্বোধন

বাবলু ব্যানার্জি, কোলাঘাট: বিধানসভা নির্বাচন হতে বেশ কয়েক মাস বাকি। এখন থেকেই বিজেপি যে মাঠে ময়দানে নেমে পড়েছে তা বিভিন্ন কর্মসূচি নেওয়ার মধ্য দিয়েই বোঝা যাচ্ছে। এবারের নির্বাচনে শাসক দলকে যে বেশ টেক্কা দেবে বিরোধী দল হিসাবে উঠে আসা বিজেপি দল তা কর্মীদের মধ্যে এখন থেকেই যে দৃঢ় মনোভাব তার একটা পষ্ট ইঙ্গিত লক্ষ্য করা যাচ্ছে। প্রাথমিক পর্যায়ে বিভিন্ন অঞ্চলে পার্টি অফিসের উদ্বোধন কে সামনে রেখে কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। কোলাঘাট ব্লকের দেড়িয়াচক অঞ্চলের জঁফুলি বাজারে নতুন পার্টি অফিসের উদ্বোধন করলেন কোলাঘাট মন্ডল ২ এর সভাপতি বিমল জানা।
উদ্বোধন করে শ্রী জানা বলেন, আগামী বিধানসভা নির্বাচন হতে বেশ কয়েক মাস বাকি থাকলেও এখন থেকেই এই পার্টি অফিসে দলীয় কর্মীরা এলাকার সাধারণ মানুষের মধ্যে যোগাযোগ ও দলীয় নানা কর্মসূচি গ্রহণ করবে। মানুষের সঙ্গে যাতে সুসম্পর্ক আরও তৈরি করতে পারে তার সবরকম চেষ্টা এই অফিস থেকেই করা হবে বলে তিনি জানান। অনুষ্ঠানে মন্ডলের সহ-সভাপতি প্রদীপ মিদ্যা ও তপন মান্না প্রমুখ নেতৃত্বে উপস্থিত ছিলেন।